ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেরিস্টোপসে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু

প্রকাশিত: ০০:১৭, ২১ সেপ্টেম্বর ২০২০

মেরিস্টোপসে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২০ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জে মেরিস্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় সুমির সিজার অপারেশন করার সময় তার মৃত্যু হয় বলে জানান সুমির স্বামী জান শরীফ। সুমির স্বামী জানান, রবিবার বেলা ১১টার দিকে সুমিকে মেরিস্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পর সিজার করতে হবে বলে জানায় কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে ছিলেন হাসপাতালের ডাঃ সাজেদা খাতুন ও এনেসথেসিয়া ডাঃ মনির হোসেন। তবে কোন ধরনের পরীক্ষা না করেই তারা রোগীর শরীরে এনেসথেসিয়া ইনজেকশন দেন ও সিজার করেন। জমজ শিশুর জন্ম হয়। এতে ব্যাপক রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হয় সুমির। অবস্থার আরও অবনতি হলে রোগীকে মিডফোর্ট হাসপাতালে পাঠায় তারা। মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এ বিষয় জানতে চাইলে কর্তব্যরত ডাক্তার ফাতেমাতুজ জোহরা মুক্তা প্রথমে কথা বলতে না চাইলেও পরে জানান, এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, রোগী সেখানেই মারা যায়। তবে মিডফোর্ট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, রোগী আগেই মারা গেছে।
×