ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিমান্ড শেষে কারাগারে স্বাস্থ্যের আবজাল

প্রকাশিত: ০০:১৭, ২১ সেপ্টেম্বর ২০২০

রিমান্ড শেষে কারাগারে স্বাস্থ্যের আবজাল

জনকণ্ঠ ডেস্ক ॥ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত অফিস সহকারী আবজাল হোসেনকে এক মামলায় সাতদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর বাংলানিউজের। গত ২ সেপ্টেম্বর আবজালের বিরুদ্ধে দুদকের দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে গত ২৩ আগস্ট সকালে আবজাল হোসেন একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তার পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম এই আবেদন করেন। দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তিনি কারাগারেই ছিলেন। গত বছর ২৭ জুন দুদক উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। প্রথম মামলায় আবজালের স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকার মানি লন্ডারিংসহ ২৮৫ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
×