ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোক্তার অভিযান, ৬৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০০:১৬, ২১ সেপ্টেম্বর ২০২০

ভোক্তার অভিযান, ৬৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজসহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৬৫ প্রতিষ্ঠানকে দুই লাখ সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে রবিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, রবিবার দিনব্যাপী সারাদেশে পেঁয়াজ, আদা, আলু ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৬৫ প্রতিষ্ঠানকে দুই লাখ সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
×