ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুগুরুাজাকে হারিয়ে ফাইনালে সিমোনা

প্রকাশিত: ২২:২০, ২১ সেপ্টেম্বর ২০২০

মুগুরুাজাকে হারিয়ে ফাইনালে সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখলেন সিমোনা হ্যালেপ। টানা চার ম্যাচ জিতে ইতালিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন তিনি। সেমিফাইনালে রবিবার রোমানিয়ান তারকা ৬-৩, ৪-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেন স্পেনের গারবিন মুগুরুজাকে। সেইসঙ্গে তৃতীয়বারের মতো রোম মাস্টার্সের ফাইনালের টিকেট কাটেন তিনি। শুধু তাই নয়, করোনাভাইরাসের বাধা অতিক্রম করে কোর্টে নামার পর এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেননি তিনি। ইতালিয়ান ওপেনের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে অঘটন দেখল বিশ্ব টেনিস। টুর্নামেন্টের শেষ আট থেকেই ছিটকে গেছেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল। আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানের কাছে সরাসরি সেটে হেরে ছিটকে যান ৯ বারের এই চ্যাম্পিয়ন। অষ্টম বাছাই শোয়ার্জম্যান শেষ আটে ৬-২ এবং ৭-৫ গেমে রাফায়েল নাদালকে পরাজিত করে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন। হারলেও খুব হতাশ নন রাফায়েল নাদাল। ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী স্পেনের এই টেনিস তারকা বলেন, ‘আজকের রাতটা আমার ছিল না। সে খুবই ভাল ম্যাচ খেলেছে। কিন্তু আমি সেটা করতে পারিনি, আর এমন হলে পরাজয় নিশ্চিত। এই ধরনের পরাজয়ের পেছনে কোন কারণ নেই। নাদাল হারলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নোভাক জোকোভিচ। শীর্ষ বাছাই অবশ্য কষ্টার্জিত জয় দিয়েই সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে সার্বিয়ান তারকা এদিন ৬-৩, ৪-৬ এবং ৬-৩ গেমে জার্মান কোয়ালিফায়ার ডোমিনিক কোপফারকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেন। বিশ্বের ৯৭তম র‌্যাঙ্কধারী জার্মান প্রতিপক্ষের বিপক্ষে দুই ঘণ্টারও বেশি সময় লড়াই করার কারণে ম্যাচশেষে কিছুটা হতাশাই প্রকাশ করেছেন জোকোভিচ।
×