ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টটেনহ্যামকে শিরোপা জেতাতে আশাবাদী বেল

প্রকাশিত: ২২:২০, ২১ সেপ্টেম্বর ২০২০

টটেনহ্যামকে শিরোপা জেতাতে আশাবাদী বেল

স্পোর্টস রিপোর্টার ॥ পুরনো ঠিকানায় ফিরে এলেন গ্যারেথ বেল। যে ক্লাবে খেলে খ্যাতির শীর্ষে উঠেছিলেন, সেই টটেনহ্যাম হটস্পারেই আবার চুক্তিবদ্ধ হলেন ওয়েলস তারকা। শনিবার নিজেদের প্রকাশ করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। গ্যারেথ বেলের সঙ্গেই রিয়াল মাদ্রিদ থেকে টটেনহ্যাম সই করাল সার্জিও রিগুইহোকে। ১ বছরের চুক্তিতে বেল যোগ দিলেন তার পুরনো ক্লাবে। বার্ষিক ২৫.৮ মিলিয়ন ডলার বেতন পাবেন বেল। গত মৌসুমে রিয়াল থেকে সেভিয়ায় ধারে গিয়েছিলেন সার্জিও রিগুইহো। স্পারদের সংসারে স্প্যানিশ তারকার বেতন হচ্ছে ৩৫.৫১ মিলিয়ন ডলার। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত টটেনহ্যামের হয়ে দুই ’শরও বেশি ম্যাচ খেলেছিলেন গ্যারেথ বেল। ৫৬ গোল করার পাশাপাশি ৫৮টা এ্যাসিস্টও করেন তিনি। তারপরই সেই সময় রেকর্ড ১১৮.৩৭ মিলিয়ন ডলারে তাকে দলে ভেড়ান স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সিতে চার চারটে চ্যাম্পিয়ন্স লীগ, দুটো লা লিগা জিতেছেন। তবে বেলকে রাখা হবে কিনা তা নিয়ে রিয়ালের ভক্ত-অনুরাগীরা দ্বিধা-বিভক্ত হয়ে গিয়েছিলেন। বেলের চোট প্রবণতা অনেকেরই পছন্দ হয়নি। গত মৌসুমের শেষের দিকে চিনা ক্লাব জিয়াংশু শুনিংয়ে যাওয়া প্রায় পাকাই হয়ে গিয়েছিল। তবে সেই ট্রান্সফার সম্পন্ন হয়নি। রিয়ালে ২০১৯-২০ মৌসুম তার ক্যারিয়ারে নিকৃষ্টতম। গোটা মৌসুমে মাত্র তিনটি গোল করেন তিনি। স্প্যানিশ লা লিগা জিতলেও হাতে গোনা কয়েকটি মাত্র ম্যাচ খেলেছিলেন গ্যারেথ বেল। গত জুলাইয়ে ৩১ বছরে পা রেখেছেন বেল। যে কারণে ফুটবলে এখনও অনেক কিছুই দেয়ার বাকি তার। নিজের সেরাটা দিয়ে টটেনহ্যামকে শিরোপা জেতাতে এখনও দারুণ আশাবাদী সাবেক রিয়াল তারকা। এ ব্যাপারে টটেনহ্যামে যোগ দেয়ার পর গ্যারেথ বেল বলেন, ‘এখানে ফিরে আসাটা আমার জন্য দারুণ ব্যাপার। কেননা আমার জন্য এই ক্লাবটি স্পেশাল। এই ক্লাবের মাধ্যমেই তো আমার নাম ফুটে ওঠে। আশাকরি এখন আমি ম্যাচের জন্য নিজেকে ফিট করে গড়ে তুলতে পারব। পুরোপুরি প্রস্তুতি নিয়ে সত্যিই দলকে সহায়তা করতে পারব এবং আশাকরি ক্লাবকে শিরোপাও জেতাতে পারব।’ গ্যারেথ বেল এ সময় আরও বলেন, ‘যখন আমি ক্লাব ছেড়েছিলাম এরপর থেকেই মনে হয়েছে আবারও ক্লাবে ফিরে আসতে পারলে আমার জন্য ভাল হতো। অবশেষে সেই স্বপ্নই বাস্তবে পরিণত হলো। আমি নিজেকে এখনও ফিট মনে করি। আমার জন্য এটাই সঠিক সময়। আমি এখনও ক্ষুধার্ত এবং মোটিভেটেড। দলের জন্য আমি ভাল কিছু করতে চাই। দলের হয়ে মাঠে নামতে যেন তর সইছে না আমার।’ বেলকে আবারও দলে পেয়ে দারুণ খুশি টটেনহ্যাম হটস্পার। এ সম্পর্কে এক বিবৃতিতে টটেনহ্যাম বলেছে, ‘রিয়াল মাদ্রিদ থেকে এক বছরের জন্য ধারে গ্যারেথ বেলের সঙ্গে চুক্তি করতে পারায় আমরা খুব আনন্দিত।’ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘চলতি মাসের শুরুতে ওয়েলসের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় বেল হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। যে কারণে প্রাক-মৌসুমেও তিনি বিশ্রামে ছিলেন। আশা করছি অক্টোবরে আন্তর্জাতিক বিরতির পর তাকে আমরা দলে ফিরে পাব।’ ২০১৩ সালে বিশ্বরেকর্ডে তিনি মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন। যদিও গত দুই মৌসুমে জিনেদিন জিদানের অধীনে নিজের স্থানটা ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলেন বেল। করোনা মহামারী কাটিয়ে মৌসুমের শেষ ম্যাচগুলোর মধ্যে মাত্র দুটিতে খেলার সুযোগ পেয়েছিলেন বেল। এমনকি জুনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে ম্যাচেও তিনি ইংল্যান্ড সফরে দলের সঙ্গে যাননি। চুক্তির পর মাদ্রিদের এক বিবৃতিতে বেলের প্রতি শুভকামনা জানানো হয়েছে। স্পার্সদের জার্সি গয়ে দুইবার প্রিমিয়ার লীগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হন বেল, ২০৩ ম্যাচে করেছেন ৫৬ গোল। স্পারদের স্কোয়াডে এবার তারকা সমাহার।
×