ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা পরীক্ষায় সব ক্রিকেটার ‘নেগেটিভ’ হলেও ১১ ক্রিকেটার আইসোলেশনে

সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন টাইগাররা

প্রকাশিত: ২২:১৯, ২১ সেপ্টেম্বর ২০২০

সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন টাইগাররা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেছেন। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগ পর্যন্ত এখন সবাইকে এক ছাদের নিচে, হোটেলে একটি ফ্লোরে থাকতে হবে। চাইলেও অনুশীলন ছাড়া হোটেলের বাইরে যেতে পারবেন না। করোনা পরীক্ষায় সব ক্রিকেটার ‘নেগেটিভ’ হওয়ায় সবাই এখন এই বলয়ের মধ্যে ঢুকে গেছেন। তবে নেগেটিভ হওয়ার পরও একজন ক্রিকেটারের করোনার আশঙ্কা দেখা দেওয়ায় তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের ২২ সেপ্টেম্বর আবার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হবে। এই সময় পর্যন্ত সেই ক্রিকেটার এবং তার সংস্পর্শে আসা ক্রিকেটাররা আইসোলেশনে থাকবেন। পরীক্ষার পর আবার ‘নেগেটিভ’ হলে অনুশীলন করতে পারবেন। জানা গেছে, ১১ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আইসোলেশনে যাওয়া ক্রিকেটাররা হলেন, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, হাসান মাহমুদ, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের এখন বিসিবির একাডেমি ভবনে রাখা হয়েছে। মোসাদ্দেক, এবাদত, শান্ত, মিঠুন ও নাঈম একাডেমিতে অনুশীলন করেছেন। তাদের কোনো উপসর্গ না থাকায় অনুশীলনের সুযোগ দেয়া হয়েছে। সুরক্ষা বলয় কী? কিভাবে কাজ করবে? এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘করোনা সংক্রমণের এই সঙ্কটকালে ক্রিকেটসহ বিশ্বের অন্য সব ক্রীড়া সংস্থাগুলো বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে খেলায় ফিরে আসছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনায় ক্রিকেট খেলুড়ে দেশগুলো তাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে পেশাদার ক্রিকেটে ফিরছে। সম্প্রতি ইংল্যান্ড চারটি দেশকে আতিথেয়তা দিয়েছে। খুব সাফল্যের সঙ্গেই দেশটি গ্রীষ্মকালীন ক্রিকেটীয় কার্যক্রম সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় বিসিবি জৈব সুরক্ষিত পরিবেশের মাধ্যমে খেলায় অংশ নেয়া ক্রিকেটারদের ঝুঁকি কমানোর চেষ্টা করছে।’ এই সুরক্ষা বলয় বিসিবির মেডিক্যাল টিমের তৈরি করা। সুরক্ষা বলয়ের আওতায় ক্রিকেটাররা, তারা যে হোটেলে থাকবেন, রেস্টুরেন্ট, জিম, সুইমিংপুল, যানবাহন, মেডিক্যাল ট্রিটমেন্টের কর্মকর্তারা থাকবেন। সেক্ষেত্রে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কার্যক্রমই অনুসরণ করবে বিসিবি। দেবাশীষ বলেন, ‘বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও কোভিড-১৯ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইসিবি ও আইসিসির গাইডলাইন মেনে আমরা প্রত্যেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে দফায় দফায় করোনা পরীক্ষা করাব। সবার দেহে করোনার অনুপস্থিতি নিশ্চিত হয়েই আমরা তাদের এই বলয়ে নিয়ে এসেছি। শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত আমরা এই বলয় মেনে চলার চেষ্টা করব। হোটেলের কর্মচারী ও মাঠকর্মী অর্থাৎ যাদেরই খেলোয়াড়দের কাছাকাছি আসার সম্ভাবনা আছে তাদেরও আমরা করোনা পরীক্ষা করাব। পরীক্ষায় নেগেটিভ হলে তারাও বায়ো-সেফটি বলয়ের মধ্যে চলে আসবে।’ বলয়ের মধ্যে থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হয়েছে রবিবার। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে অনুশীলন শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে। ২৫ সেপ্টেম্বর সর্বশেষ আরেকবার ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে। শ্রীলঙ্কায় তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলার সূচী নিশ্চিত হলে দল ছোট্ট হয়ে আসবে। চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। এখন স্কিল ক্যাম্পের প্রাথমিক দলে ২৭ ক্রিকেটারের মধ্যে মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ সাইফ হাসান, কাজী নুরুল হোসেন সোহান, মোহাম্মদ আল-আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও নাজমুল হোসেন শান্ত রয়েছেন। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় উড়াল দেয়ার কথা রয়েছে টাইগারদের। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগ পর্যন্ত সুরক্ষা বলয়ে থাকতে হবে টাইগারদের।
×