ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজিববর্ষের নিবেদন ভার্চুয়াল সঙ্গীতাসর ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’

প্রকাশিত: ২২:১৩, ২১ সেপ্টেম্বর ২০২০

মুজিববর্ষের নিবেদন ভার্চুয়াল সঙ্গীতাসর ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ ধন্য সেই পুরুষ, যাঁর নামের ওপর রৌদ্র ঝরে/চিরকাল, গান হয়ে/নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যাঁর নামের ওপর/কখনো ধুলো জমতে দেয় না হাওয়া ...। অবিনাশী কীর্তিতে বাংলার জল-হওয়ায় এমন করেই অম্লান হয়ে আছেন শেখ মুজিবুর রহমান। গত ১৭ মার্চ ছিল স্বাধীনতার এই মহান স্থপতির জন্মশতবার্ষিকী। শততম জন্মবর্ষে অবিসংবাদিত নেতাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে নেয়া হয়েছিল নানা আয়োজন। সরকারী-বেসরকারী উদ্যোগে বছরজুড়ে সজ্জিত ছিল গান, কবিতা, নাটক, চিত্রকলানির্ভর নানা আয়োজন। কিন্তু মহামারীর অভিঘাতে থমকে যায় সেসব আনুষ্ঠানিকতা। এমন প্রেক্ষাপটে রবিবার ভার্চুয়াল সঙ্গীতাসরের মাধ্যমে উদ্্যাপিত হলো মুজিববর্ষ। গান ও আলাপচারিতায় সাজানো অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’। সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত সান্ধ্যকালীন অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ফেসবুক লাইভে। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রচলিত গানের সঙ্গে অনুষ্ঠানে পরিবেশিত হয় নতুন বাণী ও সুরে গড়া কিছু মৌলিক সঙ্গীত। গানগুলো পরিবেশন করেন শিল্পী খায়রুল ওয়াসি, বিমান চন্দ্র বিশ্বাস ও পাগল তারা বাউল। আলোচনায় অংশ নেন নাট্যজন ম. হামিদ। খায়রুল ওয়াসির গানের সুরে সঙ্গীতায়োজনের সূচনা হয়। শোষকের বিরুদ্ধে অব্যাহত মুক্তি সংগ্রামের বারতায় গেয়ে শোনান প্রেরণাদায়ী সেই গান- মুজিব বাইয়া যাওরে/নির্যাতিত দেশের মাঝে/জনগণের নাওরে, মুজিব বাইয়া যাওরে ...। এছাড়াও এই শিল্পী পরিবেশন করেন ‘তুমি নাও ভাসাইলা’, ‘তোমার স্মরণে গাইতে এসে’ ও ‘গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্ম’ শীর্ষক সঙ্গীত। পরিবেশনার শুরুতে গৌরীপ্রসন্ন মজমুদারের বাণী কণ্ঠে তুলে নেন বিমান চন্দ্র বিশ্বাস। শিল্পীর কণ্ঠে গীত হয়- শোনো একটি মুজিবরের থেকে/লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি ...। পরের গানে ধর্ম-বর্ণের বিভেদ ঘুচিয়ে প্রতাশিত হয় সম্প্রীতির আকাক্সক্ষা। গেয়ে শোনান ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রীস্টান/আমরা সবাই বাঙালি’ শিরোনামের গান। এছাড়াও এই শিল্পী গেয়ে শোনান ‘যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা’, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ শীর্ষক সঙ্গীত। স্বরচিত বাণী ও সুরের সম্মিলনে সাজানো ছিল পাগল তারা বাউলের পরিবেশনা। গেয়ে শোনান ‘দেশরত্ন শেখ মুজিবুর কোথায়’, ‘জাতির জনক বঙ্গবন্ধু’, ‘তোমার কথা মনে হইলে’ শীর্ষক সঙ্গীত। সব মিলিয়ে এগারোটি গানের সুরে গাঁথা ছিল সঙ্গীতানুষ্ঠানটি। এটি সঞ্চালনা করেন শিল্পী মাহমুদ সেলিম।
×