ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদনে বাধা নেই

প্রকাশিত: ২২:১২, ২১ সেপ্টেম্বর ২০২০

পাঁচ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদনে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়ে দিয়েছে আপীল বিভাগ। আগামী ২৪ সেপ্টেম্বর জামিন শুনানি হবে। এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স পাওয়া পাঁচ পাস্তুরিত দুধ কোম্পানির উৎপাদন, সরবরাহ, সংগ্রহ ও বিপণনে হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। অন্যদিকে মহিষ পাচারের অভিযোগে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ১৯ বছর বয়স দেখিয়ে মামলার এজাহারভুক্ত (এফআইআর) করায় সিলেটের জৈন্তাপুর বিজিবির ক্যাম্পের কমান্ডারকে তলব করেছে হাইকোর্ট। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে। অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুলের জামিন শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছে। রায়ের অনুলিপি না আসায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগ ‘নট টুডে এ্যান্ড টুমরো’ বলে আদেশ দেন। পাঁচ কোম্পানির দুধ উৎপাদনে বাধা নেই ॥ বিএসটিআইর লাইসেন্স পাওয়া প্রাণসহ পাস্তুরিত দুধ কোম্পানির উৎপাদন, সরবরাহ, সংগ্রহ ও বিপণনে আর কোন বাধা নেই। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রাণসহ অন্যদের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রাণ ডেইরির পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আদেশের পর এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন জনকণ্ঠকে বলেন, প্রাণ ডেইরি ও আফতাব মিল্কসহ পাঁচ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন বা বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছে আপীল বিভাগ। বিজিবি কমান্ডারকে তলব ॥ মহিষ পাচারের অভিযোগে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বয়স ১৯ দেখানোয় সিলেটের জৈন্তাপুর বিজিবির ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাবুদ্দীনকে তলব করেছে হাইকোর্ট। তাকে আগামী ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশ দেন। পাশাপাশি ওই শিক্ষার্থীসহ মামলার ১০ আসামিকে জামিন দিয়েছে আদালত।
×