ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ২১:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২০

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। রবিবার বার কাউন্সিলের হিউম্যান রাইটস এ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়াম্যান এ্যাডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাদল জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোঃ মোখলেছুর রহমান বাদল বলেন, করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের হল না পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে এ উদ্দেশে গঠিত এনরোলমেন্ট কমিটি। তবে আলোচনা সাপেক্ষে দ্রুত পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এছাড়া পরীক্ষা স্থগিতের বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে নোটিস প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফরম ফিলাপ এখনও শুরু হয়নি। যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ কয়েক মাসের মধ্যে শেষ হবে তাদের এখন রেজিস্ট্রেশন চলছে। এটার তারিখও পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
×