ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যুর সংখ্যা কমছে

প্রকাশিত: ২১:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২০

করোনায় মৃত্যুর সংখ্যা কমছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। বেড়েছে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা এবং রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৫৪৪ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৯৩৯ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২১৭৯ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ২১ হাজার ২৭০টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। রবিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৭ পুরুষ ও ৯ নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ এবং ৬০ বছরের বেশি বয়সী ১৭ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং রংপুরে ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭৩৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৩১ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬২ হাজার ২২৮ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৮ হাজার ৯৬৪ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ১২০৪ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১৩২১ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪৮০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৭১৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৭ হাজার ২৩৮ জন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২১ জন, যা শূন্য দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪২ জন, যা শূন্য দশমিক ৮৫ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১১৪ জন, যা দুই দশমিক ৩১ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৮৮ জন, যা ৫ দশমিক ৮৩ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬৩৭ জন, যা ১২ দশমিক ৯০ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩৪৩ জন, যা ২৭ দশমিক ১৯ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২৪৯৪ জন; যা ৫০ দশমিক ৫০ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ২৪২৩ জন, যা মোট মৃতের ৪৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১০২৬ জন, যা মোট মৃতের ২০ দশমিক ৭৭ শতাংশ, রাজশাহী বিভাগে ৩৩০ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৬৮ শতাংশ, খুলনা বিভাগে ৪১৬ জন, যা মোট মৃতের ৮ দশমিক ৪২ শতাংশ, বরিশাল বিভাগে ১৮৪ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৭৩ শতাংশ, সিলেট বিভাগে ২২১জন, যা মোট মৃতের ৪ দশমিক ৪৭ জন, রংপুর বিভাগে ২৩২ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৭০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১০৭ জন, যা মোট মৃতের ২ দশমিক ১৭ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৩৮টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ৩০০৬ জন এবং খালি রয়েছে ১১ হাজার ৩২টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৪২টি, ভর্তিকৃত রোগী ৩০১ জন এবং খালি রয়েছে ২৪১টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১২ হাজার ৯৮৭টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৫২৩টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৩৪১টি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০৪৬, চট্টগ্রাম বিভাগে ৩৪৭, রাজশাহী বিভাগে ৩২৩, খুলনা বিভাগে ২৫২, সিলেট বিভাগে ৭৯ এবং রংপুর বিভাগে ৪৬ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হটলাইনগুলোর মধ্যে স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৭৯৮৯টি, ৩৩৩ নম্বরে ৩৩ হাজার ৭৩৪টি এবং আইইডিসিআর’র নম্বরে ১৮২টি, অর্থাৎ মোট ৪১ হাজার ৯০৫টি কল এসেছে। আর গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ২২৬৩ জন, সমুদ্রবন্দরসমূহে ১০৬ জন এবং স্থলবন্দরসমূহে ১৭৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে।
×