ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে সেল্ফ আইসোলেশন বাধ্যতামূলক

প্রকাশিত: ২১:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২০

ব্রিটেনে সেল্ফ আইসোলেশন বাধ্যতামূলক

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করেনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন দেশ। ইতোমধ্যে কিছু দেশ প্রথম ধাক্কা সামলে উঠেছে। তবে নতুন করে আবারও অনেক দেশে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সেজন্যই ব্রিটিশ সরকার ঘোষণা দিয়ে জানিয়েছে, যাদের জন্য সেল্ফ-আইসোলেশন মানা বাধ্যতামূলত তারা যদি তা না মানে তাহলে ১০ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে। ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও চলছে করোনার দ্বিতীয় ঢেউ। গত এক সপ্তাহে গড়ে দশ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে আশার কথা হচ্ছে, রাশিয়ার ফার্মেসিগুলোতে সোমবার থেকে বিক্রি হবে করোনার ওষুধ। বর্তমানে করোনার হটস্পট হয়ে ওঠা ভারতে নতুন করে আরও এক হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী প্রথম দেশটিতে টিকা নিয়েছেন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, সৌদি গেজেট, মস্কো টাইমস ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১১ লাখ ২২ হাজার ৯১০ জন। মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৬৩ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ২৭ লাখ ২০ হাজার ৫৫৭ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭৪ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন। যাদের মধ্যে ৬১ হাজার ৩৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন দুই লাখ ৯১ হাজার ১৯৬ জন। একদিনে মারা গেছেন পাঁচ হাজার ১৪১ জন। এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, যারা সেল্ফ-আইসোলেশনে থাকার নির্দেশ মানতে অস্বীকার করবে তাদের ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। করোনা পজিটিভ বা কেউ কোন রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন বলে শনাক্ত হয়েছেন তাকে আইসোলেশনে থাকতে হবে, না মানলে জরিমানা গুনতে হবে- ২৮ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে এ আইনটি কার্যকর হচ্ছে। প্রথমবার আইন ভাঙ্গার জন্য ১০০০ পাউন্ড জরিমানা দিতে হবে, অপরাধের পুনরাবৃত্তি করলে অথবা কাজে যোগ না দিয়ে সেল্ফ-আইসোলেশনে থাকার জন্য তার কর্মীকে চাকরিচ্যুত করার হুমকি দিবেন যে চাকরিদাতা তাকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হবে। এতদিন সেল্ফ-আইসোলেশনের পরামর্শটি কেবল নির্দেশনার পর্যায়েই ছিল। নতুন আইনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের কর্মীদের অন্যান্য সুবিধা দেয়ার পাশাপাশি ৫০০ পাউন্ড সহায়তা দেয়ার বিধানও রাখা হয়েছে। নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর বিধিনিষেধ কঠোর করার কথা বিবেচনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সময়েই নতুন এ আইনের কথা জানিয়েছেন তিনি। এদিন ইংল্যান্ডে চার হাজার ৪২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২৭ জন। ব্রিটেনের জন্য নতুন এই আইন ঘোষণা করে জনসন বলেছেন, প্রত্যেকের জন্য করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার সেরা রাস্তা হচ্ছে আইনগুলো অনুসরণ করা। ফ্রান্সে চলছে করোনার দ্বিতীয় ধাপ ॥ করোনার দ্বিতীয় ধাপ চলছে ইউরোপে। তবে সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্সে। গত সপ্তাহের রিপোর্টে দেখা গেছে, নতুন করে প্রতিদিন গড়ে ১০ হাজার আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও ক্রমাগতভাবে বাড়ছে। ফ্রান্সে মার্চের শুরুর দিকে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। দুই মাস লকডাউনে থাকে পুরো ফ্রান্স। ঘরবন্দী হয়ে পড়েন ৬০ লাখ মানুষ। বিচ্ছিন্ন থাকে সব ধরনের যোগাযোগ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে থাকে। ঘর ছেড়ে বাইরে আসতে থাকেন মানুষ, কাজে ফিরেন কর্মজীবীরা। সম্প্রতি আবারও উদ্বেগ দেখা দেয় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়। বাড়তে থাকে মৃতের সংখ্যাও। করোনার ওষুধ বিক্রি শুরু ॥ করোনা চিকিৎসার জন্য রাশিয়ায় দুটি ওষুধ ফার্মেসিতে বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। দুটি ওষুধই জাপানী ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের। রাশিয়ার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ দুটির ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। রুশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুটি ওষুধ আরিপলিভির ও করোনাভির সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। যদিও ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে। এভাবে ওষুধের অনুমোদন দেয়ার আগে রাশিয়া জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। করোনার টিকা পাওয়ার দৌড়ে তাদের পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। ভারতে আরও ১১৩৩ মৃত্যু ॥ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক হাজার ১৩৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮৬ হাজার ৭৫২ জন। নতুন করে আরও ৯২ হাজার ৬০৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ লাখ ৬১৯। সবার আগে টিকা নিলেন ॥ করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জরুরী মুহূর্তে ব্যবহারের জন্য করোনার টিকার অনুমোদন দিয়েছে প্রশাসন। জরুরী ভিত্তিতে দেয়া ওই টিকার প্রথম ডোজ সবার আগে গ্রহণ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল রাহমান আল ওয়াইস। মূলত সম্মুখসারির কর্মীদের জন্য জরুরী ভিত্তিতে বেশ কিছুদিন আগেই ওই টিকার অনুমোদন দেয়া হয়। আল ওয়াইস এক বিবৃতিতে জানিয়েছেন, সম্মুখসারিতে কাজ করা হিরোদের নিরাপত্তা নিশ্চিত এবং করোনাভাইরাসের যেকোন ঝুঁকি থেকে তাদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নিশ্চিত করা হবে।
×