ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন মারুফ মতিন

প্রকাশিত: ২১:১৭, ২১ সেপ্টেম্বর ২০২০

করোনায় মারা গেলেন মারুফ মতিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালিউল মারুফ মতিন (ইন্নালিল্লাহি... রাজিউন)। জানা গেছে, ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ৮ দিন চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। তবে নিয়মিত তিনি চিকিৎসকের পরামর্শ নিতেন। আবারও সমস্যা হলে ল্যাবএইডে ভর্তি হন। সেখানেই সোমবার ভোরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওয়ালিউল মারুফ মতিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×