ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রদীপের বিচার দাবিতে কক্সবাজারে সাংবাদিক সমাবেশ

প্রকাশিত: ২১:১৭, ২১ সেপ্টেম্বর ২০২০

প্রদীপের বিচার দাবিতে কক্সবাজারে সাংবাদিক সমাবেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি ও সাংবাদিক নির্যাতনকারী বরখাস্ত ওসি প্রদীপের বিচার ও উপযুক্ত শাস্তির দাবিতে সমাবেশ করেছে সাংবাদিকরা। রবিবার দুপুরে কক্সবাজার জেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদুল মোস্তফার চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের কক্সবাজার জেলা সভাপতি মিজান-উর রশিদ মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্যাতিত সাংবাদিক ফরিদ বলেন, টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের অপকর্ম, মাদক নির্মূলের নামে মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে কলম ধরে ছিলাম। বিবেকের দায়বোধ থেকে পেশাগত কারণে সংবাদগুলো করেছি। তার কারণে আমাকে একে একে ৬টি মামলার আসামি বানানো হয়েছে। দীর্ঘ ১১ মাস ৫ দিন কারাভোগ করেছি। আর কোন বিভেদ নয়। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। তিনি বলেন, কারাগারে থাকাকালে ওসি প্রদীপের ইশারায় আমাকে নানাভাবে হত্যার অপচেষ্টা চালানো হয়। কারাগারের কর্মকর্তাদের আন্তরিকতাপূর্ণ তৎপরতায় প্রদীপ ও তার লালিত মাদক ব্যবসায়ীরা সফল হয়নি। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের সাধারণ সাম্পাদক আহমদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ খারুল আলম, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন প্রমুখ।
×