ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে নারীসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ২১:১৬, ২১ সেপ্টেম্বর ২০২০

করোনা উপসর্গ নিয়ে নারীসহ দুইজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস উপসর্গে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে এক নারী এবং নওগাঁয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনার কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ৩২ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ২০ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নারায়ণগঞ্জে করোনাভাইরাস উপসর্গ নিয়ে নতুন করে আরও এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী (৫৪) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তিনি খানপুরের ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুই চিকিৎসকসহ মোট ১৪২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬শ’ ৫১ জনে। করোনায় আক্রান্তের পর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৪২ জন। রবিবার জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটের প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নওগাঁ ॥ জেলায় করোনাভাইরাসে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় নতুন করে আরও ২৪ ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ২শ’ ৬৩ জনে। এ সময় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২০ জনকে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনসহ মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রবিবার নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১১২৪ জন। এদিকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১৪ জনের। জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩২ জন। বরিশাল ॥ জেলায় নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার মধ্য দিয়ে অদ্যাবধি ৩ হাজার ৩৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত নতুন ২৪ জন সুস্থতা লাভ করার মধ্য দিয়ে মোট ৩ হাজার ছয়জন ব্যক্তি সুস্থ হয়েছেন। শনিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ঝালকাঠি ॥ ঝালকাঠিতে রবিবার আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৬৮৮ জন আক্রান্ত হলো। জেলায় এ পর্যন্ত ৩৫০৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৩৪৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে, যাদের প্রাপ্ত রিপোর্টে ৬৮৮ জন পজিটিভ ও ২৭৮৫ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৩৫। সুস্থ হয়েছেন ৪৭৬ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৯৩ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছে দুজন। মাগুরা ॥ মাগুরায় রবিবার আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ৮৮১ জন। মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার জেলায় আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর এলাকায় দুজন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
×