ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় প্রদীপের জামিন নামঞ্জুর ॥ সম্পত্তি ক্রোকের আবেদন

প্রকাশিত: ২১:১৫, ২১ সেপ্টেম্বর ২০২০

দুদকের মামলায় প্রদীপের জামিন নামঞ্জুর ॥ সম্পত্তি ক্রোকের আবেদন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার আলোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। রবিবার চট্টগ্রাম মহানগর স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেয়। একই আদালতে ওসি প্রদীপের সম্পত্তি ক্রোকের আবেদনও জমা দেয়া হয়েছে দুদকের পক্ষ থেকে। আদালত সূত্রে জানা যায়, রবিবার ওসি প্রদীপের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু শুনানি শেষে সে আবেদন নামঞ্জুর হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আসামিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, দুদকের নির্দেশনা অনুযায়ী ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারন যে সম্পদ বিবরণী জমা দেন তাতে দেখা যায়, এ দম্পতি ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসে।
×