ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে অনলাইন শিক্ষা প্রসারে সহায়তা

প্রকাশিত: ২১:১৪, ২১ সেপ্টেম্বর ২০২০

ঢাবিতে অনলাইন শিক্ষা প্রসারে সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অনলাইন শিক্ষা কার্যক্রম ক্লাসের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সমস্যাগুলো পর্যবেক্ষণ করে বিভাগের শিক্ষকবৃন্দের উদ্যোগে রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রাথমিকভাবে ১৪ জন অসচ্ছল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্মার্টফোন তুলে দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই স্মার্টফোন প্রদান করা হয়। প্রাথমিকভাবে অনলাইন ক্লাস করতে শিক্ষার্থীদের প্রধান সমস্যা ছিল ভাল পিসি, ল্যাপটপ কিংবা স্মার্টফোনে জুম এবং ইন্টারনেট ডাটার অভাব। শিক্ষকদের এই কার্যক্রম সকলের কাছে অনুকরণীয় এবং প্রশংসনীয় হয়ে উঠবে বলে শিক্ষকদের বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মিহির লাল সাহা এবং প্রফেসর ড. মোঃ নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। -বিজ্ঞপ্তি
×