ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় এস আই নিহত

প্রকাশিত: ২০:৩২, ২১ সেপ্টেম্বর ২০২০

সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় এস আই নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, ২০ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ মাহবুবুর রহমান (৪২) নামে হাইওয়ে পুলিশের এক এস আই নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্য মোঃ নোমান। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ওই সদস্য। রবিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া মহাসড়কের আর আর জুট মিলস নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এস আই সদর দক্ষিণ কুমিল্লা জেলার ডুমুরিয়া এলাকার তফাজ্জল হোসেনের পুত্র। জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আর আর জুট মিলস নামক এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনাকবলিত হয়। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন কর্তব্যরত হাইওয়ে পুলিশের এস আই মাহবুবুর রহমান ও সঙ্গীয় ফোর্স। দায়িত্বরত অবস্থায় রেকার দিয়ে ট্রাকটি সরানোর পরিকল্পনা করার সময় হঠাৎ একইমুখী অপর একটি ট্রাক সজোরে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয় এতে ট্রাকটি দায়িত্বরত অবস্থায় এস আই মাহবুবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর পর তাদের উদ্ধার এবং আহত পুলিশ সদস্যকে চমেকে প্রেরণ করা হয়। বি’বাড়িয়ার যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বিজয়নগরে বালুবাহী ট্রাক উল্টে খোকন মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত খোকন উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মধু মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোরে অতিরিক্ত বালু বোঝাই করা একটি ট্রাক উপজেলার চম্পকনগর থেকে আওলিয়াবাজার নিয়ে যাওয়ার পথে আড়িয়া ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হেলপার খোকন ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। গফরগাঁওয়ে ছাত্রী নিজস্ব সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পাপিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার সকালে গফরগাঁও- টোক সড়কে ধামাইল নামক স্থানে। নিহত শিশুটি পশ্চিম গফরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে ধামাইল পূর্বপাড়া মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে গফরগাঁও-বরমী সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির ইঞ্জিনচালিত অটোরিক্সা পাপিয়াকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পাপিয়ার মৃত্যু হয়। গাজীপুরে শিশুসহ দুই স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরে দুটি সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী শিশুসহ দুজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহতরা হলো- ময়মনসিংহের নান্দাইল থানার জালুয়া বাটি সাবার এলাকার ইউনুস মিয়ার ছেলে তুহিন মিয়া (১১) এবং ময়মনসিংহের ত্রিশাল থানার ঠাকুরনালা এলাকার মতিন মোল্লার ছেলে শিবলী সাদিক (৩৮)। এদের মধ্যে তুহিন মিয়া প্রতিবন্ধী ও শিবলী সাদিক প্রাণ আরএফএল কারখানায় চাকরি করতেন। নীলফামারীতে যুবক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সড়ক দুর্ঘটনায় তুর্য্য (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বিকেলে নীলফামারী-ডোমার সড়কের কালিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তুর্য্য নির্মাণাধীন নীলফামারী-ডোমার সড়কের ঠিকাদারের ভেকু মেশিন অপারেটরের কাজ করত বলে জানা যায়। তার বাড়ি ঝিনাইদহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনা সময় উক্ত তুর্য্য মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। অপর দিকে মরিচ ভর্তি একটি পিকআপও নীলফামারী আসছিল। এ সময় মোবাইল বেজে উঠলে তুর্য্য রাস্তার ওপর মোটরসাইকেল থামিয়ে মোবাইল ধরার সময় পেছন থেকে উক্ত মরিচ বোঝাই পিকআপটি ধাক্কা দেয়। মাদারীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় ইব্রাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামে। নিহত ইব্রাহিম শিবচর রিয়াজউদ্দিন মাদবরকান্দি গ্রামের ফারুক ফকিরের ছেলে। জানা গেছে, রবিবার বিকেলে ইব্রাহিম রাস্তা পাড় হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি অটোরিক্সা ইব্রাহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থানেই মারা যায়। অটোরিক্সাচালক আসলাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। আসলাম ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা।
×