ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামুতে সেনা কল্যাণ সমিতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ২০:২৯, ২১ সেপ্টেম্বর ২০২০

রামুতে সেনা কল্যাণ সমিতির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সেনাপরিবার কল্যাণ সমিতি কক্সবাজারে শিশুদের চিত্রাঙ্কনপ্র্রতিযোগিতার আয়োজন করেছে। রবিবার সকালে সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চলের সভানেত্রী শারমিন মাঈন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন। জানা যায়, রবিবার বেলা ১১টায় রামু সেনানিবাসের সেনাপরিবার কল্যান সমিতি প্রাঙ্গনে ‘কলকন্ঠ ক্লাব’ এর ছোট্ট বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত চিত্রকর্মের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুদের অঙ্কিত মহান মুক্তিযুদ্ধের ছবি ও জাতির পিতার প্রতিকৃতি সকল অতিথিদের মনে দাগ কাটে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের তাদের সুন্দর চিত্রকর্মের জন্য সভানেত্রী সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার কর্তৃক পুরস্কার প্রদান করেন। এছাড়া বয়স ভিত্তিক ২টি দলের সেরা ৬ প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি।
×