ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরগুনায় আটকে রাখা খাল অবমুক্ত

প্রকাশিত: ২০:১৩, ২১ সেপ্টেম্বর ২০২০

বরগুনায় আটকে রাখা খাল অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২০ সেপ্টেম্বর ॥ বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া নামক একটি খাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল একটি প্রভাবশালী মহল। গত ১৫ সেপ্টেম্বর তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে জনস্বার্থে খালটি অবমুক্ত করেন। কিন্তু খালটির অবৈধ দখলদার জনৈক আনোয়ার হোসেন এলাকাবাসীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এমন অভিযোগে রবিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সুমন। এ সময় ওই গ্রামের আরও একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সুমন বলেন, জেলার তালতলী উপজেলাধীন শিকারীপাড়া খালের প্রায় আড়াই কিলোমিটার দীর্র্ঘ জায়গা ১২ বছর যাবত পানি চলাচল বন্ধ করে মাছ চাষ করে আসছিল স্থানীয় প্রভাবশালী এবং এক সময়ের তালতলী থানা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আনোয়ার হোসেন। এ কারণে এলাকায় কৃষি কাজে ব্যাপক ক্ষতি হয়।
×