ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোরশায় পটল খেতে পচন ॥ কৃষক দিশেহারা

প্রকাশিত: ২০:১২, ২১ সেপ্টেম্বর ২০২০

পোরশায় পটল খেতে পচন ॥ কৃষক দিশেহারা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ সেপ্টেম্বর ॥ পোরশায় সবজি চাষী কৃষকদের পটল খেতে ব্যাপক হারে পচন লেগে গাছ মরে যাচ্ছে। এতে প্রান্তিক সবজি চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। পটল বিক্রি করে তাদের খরচ উঠবে কি না এ নিয়ে তারা চিন্তিত। কোন কীটনাশক প্রয়োগ করে কাজ হচ্ছে না বলে তারা জানান। উপজেলার নিতপুর খোর্দগানইর গ্রামে মোস্তাকিম নামে এক প্রান্তিক কৃষকের পটল বাগানে পটল ধরে থাকলেও সমস্ত গাছ মরে গেছে। প্রথম অবস্থায় গাছের মাঝে পচন ধরে গোটা গাছ হলুদ রং ধারন করে মরে যাচ্ছে। মোস্তাকিমের পটল বাগানে কৃষি সম্প্রসারণ অধিদফতর পোরশার দেয়া ‘জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী’ লেখা একটি সাইনবোর্ড আছে। তারপরেও দেখা মিলছে না কৃষি কর্মকর্তাদের। প্রান্তিক কৃষক মোস্তাকিম জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতর পোরশার সহযোগিতায় কয়েকমাস পূর্বে তার ব্যক্তি মালিকানাধীন ২০ শতাংশ জমিতে পটল গাছ লাগালেও তারা আমাকে কোন সহযোগিতা করেনি। পটল গাছ লাগানোর সময় ২ হাজার টাকা দিয়েছে বলে তিনি জানান। তবে এ পর্যন্ত তার ৩০-৩৫ হাজার টাকা খরচ হলেও তিনি মাত্র কয়েক হাজার টাকার পটল বিক্রি করেছেন। হঠাৎ করে পটল গাছে পচন লেগে গাছ মরে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান।
×