ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ কোটি টাকা ব্যয়ে ১৮ শ্রেণীকক্ষ নির্মাণ চলছে

প্রকাশিত: ২০:১২, ২১ সেপ্টেম্বর ২০২০

২৫ কোটি টাকা ব্যয়ে ১৮ শ্রেণীকক্ষ নির্মাণ চলছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে ১৮টি শ্রেণীকক্ষ ভবন নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে। পাঠদানের আধুনিক ও উন্নত প্রযুক্তি চালুর লক্ষ্যে শ্রেণীকক্ষ সঙ্কট দূর করতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) শীর্ষক এ প্রকল্পটি ২০১৮ সালে হাতে নেয় সরকার। উক্ত প্রকল্পটির আওতায় গোয়াইনঘাটের ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউান্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে। উক্ত অতিরিক্ত শ্রেণীকক্ষ ভবন নির্মাণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) শীর্ষক এ প্রকল্পের আওতায় উক্ত বিদ্যালয়সমূহে পাঠদানের আধুনিক ও উন্নত প্রযুক্তি চালু করা হবে। বিশেষ গুরুত্ব দেয়া হবে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের ওপর। ২০২৩ সালের জুন মাসের মধ্যে গোয়াইনঘাট উপজেলায় গ্রহণকৃত ভবনগুলোর কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে। সরকারী তহবিল ও বৈদেশিক সহায়তা ছাড়াও বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইইউ, ডিএফআইডি, অস্ট্রেলিয়ান এইড, কানাডিয়ান সিডা, সুইডিশ সিডা, ইউনিসেফ ও ইউএসএইচ-এর অর্থায়নে এটি বাস্তবায়ন করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
×