ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের হত্যার বিচার দাবি

প্রকাশিত: ২০:১১, ২১ সেপ্টেম্বর ২০২০

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২০ সেপ্টেম্বর ॥ রবিবার সকালে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনিরুজ্জামান মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে মিছিলটি পালং উত্তর বাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সদস্য ও জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র বাচ্চু বেপারী, নিহত হাবিবুর রহমানের ছেলে এ্যাডভোকেট পারভেজ রহমান জন প্রমুখ। উল্লেখ্য, ২০০১ সালের ৫ অক্টোবর শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শরীয়তপুর জজ কোর্র্টের পিপি এ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনিরুজ্জামান মুন্সীকে তাদের পালং উত্তর বাজারস্থ বাসায় ঢুকে সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে নিমর্মভাবে গুলি করে হত্যা করে।
×