ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

প্রকাশিত: ১৯:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২০

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রবিবার ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবন করেছেন। জানাগেছে, উপজেলার পূর্বচিলা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে বেড়াতে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে নবীনপুর নামক স্থানে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৭৬) সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি গাড়ীর ভিতরে ঢুকে দুমড়ে-মুড়চে যায়। ওই মোটর সাইকেলের আরোহী পল্লী চিকিৎসক মিজানুর রহমান তালুকদার (৪২) ও তার বন্ধু জিয়াউর রহমান (৪৩) গুরুতর আহত হয়। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। ওইদিন রাতেই শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। শুক্রবার তাকে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মৃত্যুরবন করেন। তার অকাল মৃত্যুকে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×