ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচক ধরে রাখতে পারল না আর্থিক ও বিমা খাত

প্রকাশিত: ১৮:১৬, ২০ সেপ্টেম্বর ২০২০

সূচক ধরে রাখতে পারল না আর্থিক ও বিমা খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে রবিবার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। আর্থিক খাত এবং তালিকাভুক্তির বিমার দর বাড়ার সঙ্গে লেনদেন বাড়লেও বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে সার্বিক সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানির চাঙাভাবের দিনে লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বাড় ১৮ পয়েন্ট। কিন্তু দিনশেষে একমাত্র বিমা এবং আর্থিক খাত ছাড়া অবশিষ্ট খাতে শেয়ারের দর কমে যায়। মূলত বিমা খাতের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বাড়ার কারণেই অন্যখাতে শেয়ারের বিক্রির চাপ বাড়ে। দিনশেষে সমন্বয়ের চাপ শেয়ারবাজার নিতে পারেনি। রবিবার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৮৮ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস সূচক কমল। সূচকের এই পতনের দিনে ডিএসইতে অংশ নেয়া ১২৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৯৪টি এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, দিনটিতে সিরামিক, খাদ্য ও আনুষঙ্গিক এবং পাট খাতের শতভাগ কোম্পানির দর কমেছে। এরপরে ওষুধ খাতের তিনটি ছাড়া বাকিগুলোর দর কমেছে। বিবিধ খাতের বে´িমকো লিমিটেড ছাড়া সবগুলোর দর কমেছে। প্রকৌশল খাতের তিনটি ছাড়া বাকি ৩৬টির দর কমেছে। বাজারে লেনদেন হয়েছে এক হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯০ কোটি ৯ লাখ টাকা। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৩৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দাম বেড়েছে। কমেছে ১৪৬টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
×