ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে কুপিয়ে মসজিদের ইমামকে হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত: ১৭:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২০

গফরগাঁওয়ে কুপিয়ে মসজিদের ইমামকে হত্যা, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে বেলদিয়া গ্রামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আজিম উদ্দিন (৫৫) কে অজ্ঞাতনামা দুবৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহার ভূক্ত আসামি তাইজুদ্দিনকে আজ রবিবার ভোরে গ্রেফতার করে পাগলা থানার পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডি্ক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। রাতেই পুলিশের এডিশনাল এসপি ফজলে রাব্বী (ক্রাইম) ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিন প্রতিদিনের মত সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরছিলেন। নিগুয়ারী গ্রামের সাধুয়া - বেলদিয়া খালের বাঁশের সাঁকো পার হওয়ার সময় অজ্ঞাতনামা দুবৃত্তরা ইমামের ঘাড়ের পিছনে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তাকে ফেলে রেখে চলে যায়। নিহতের প্রতিবেশী আজাহারুল হক, কামাল উদ্দিন মাষ্টার, সাদির আলী জানান, কোন মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করতে দেখিনি। মাওলানা আজিম উদ্দিনকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, মকবুল, দেলু, তাইজুদ্দিন আমার স্বামীকে সাধুয়া গ্রাম থেকে এশার নামাজ পরে বাড়ীতে আসার পথে বাঁশের সাঁকোর কাছে পিছন থেকে ঘাড়ের পিছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পথচারীরা খোঁজ পেয়ে ডাক চিৎকার শুরু করলে আমরা ঘটনাস্থল থেকে থানা পুলিশকে খবর দেই। তিনি আরও বলেন, আমার স্বামীর সাথে প্রতিবেশী মকবুল, দেলু, তাইজুদ্দির সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগামী শনিবার এ নিয়ে সালিশ বৈঠকের তারিখ ছিল। তার আগেই আমার স্বামীকে পাষন্ডরা কুপিয়ে হত্যা করে। আমি নির্দোষ স্বামী হত্যা বিচার চাই। পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, নিহতের স্ত্রী বিলকিস বেগম ৩ জন নামীয় ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে ঘটনার পর পরই লাশ উদ্ধার করি এবং অভিযোগের ভিত্তিতে আজ রবিবার ভোর রাতে তাইজুদ্দিন নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। বাকী আসামিরা পলাতক থাকলেও গ্রেফতারের চেষ্টা চলছে।
×