ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের মধুপুরে মিশ্র ফসল চাষে সফল ফরহাদ আলী

প্রকাশিত: ১৭:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২০

টাঙ্গাইলের মধুপুরে মিশ্র ফসল চাষে সফল ফরহাদ আলী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ আনারস, কলা, পেঁপে, মাছ ও বাড়ির আঙ্গিনায় সামান্য ড্রাগন চাষ করে সফলতা অর্জন করেছেন ফরহাদ আলী (৪০)। নিয়মিত পরিশ্রম ও ফসলের যত্ন করে দিন দিন এগিয়ে যাচ্ছেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি লটপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফরহাদ আলী। অন্যের জমি লিজ নিয়ে কলা আনারস পেঁপে চাষের মধ্য দিয়ে তিনি সাফল্য পেয়েছেন। দাঁড়িয়েছেন নিজের পায়ে। ধরা দিয়েছে সুখের ঠিকানা। হয়েছেন স্বাবলম্বী। ফরহাদ আলী জানান, এইচএসসি ১৯৯৯ পাশ করে বাবার সাথে কাজের পাশাপাশি নিজেই কৃষি কাজে ঢুকে পড়ে। চাকরীর পিছনে না ঘুরে নিজের পায়ে দাড়ানোর জন্য অন্যের জমি লিজ নিয়ে কৃষি ফসল উৎপাদন করে যাচ্ছে। অন্যের মুখোপেক্ষি না হয়ে নিজেই কৃষি কাজের মধ্য দিয়ে শ্রমিক দিয়ে কাজ করিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। আনারস কলা পেঁপে, আদা, কচু ও মাছ চাষ করছে। ভবিষ্যতে আরোও জমি বাড়িয়ে বড় আকারে কৃষিক্ষেত্র তৈরী করার ইচ্ছা তার। ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার প্রত্যয় জানান তিনি।
×