ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে কোন দুর্যোগ আওয়ামী লীগ মাঠে থেকে মোকাবেলা করেছে ॥ হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ১৪:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২০

যে কোন দুর্যোগ আওয়ামী লীগ মাঠে থেকে মোকাবেলা করেছে ॥ হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাঠে থেকে প্রতিরোধ করেছে। করোনা মহামারিতেও করোনা রোগীসহ সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চিকিৎসা সেবায় এখন অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা অনেক কম। হুইপ করোনা রোগীদের দ্রুত সুস্থতা ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহতালার কাছে করোনার মুক্তি জন্য দোয়া প্রার্থনা করেন। আজ রবিবার হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল দিনাজপুরের সার্বিক চিকিৎসা সেবা মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চিকিৎসকগণের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত দুস্থদের মাঝে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২১ জনকে ১৫ হাজার করে ৩ লাখ ১৫ হজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। এছাড়া মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচীর আওতায় স্বাস্থ্যসচেতনতা জোরদার করণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায় প্রমুখ।
×