ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনায় আরও এক নারীর মৃত্যু

প্রকাশিত: ১৪:১২, ২০ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে করোনায় আরও এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ওই নারী (৫৪) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি খানপুরের ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুই চিকিৎসকসহ মোট ১৪২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬শ’ ৫১ জনে। করোনায় আক্রান্তের পর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৪২ জন। আজ রবিবার জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটের প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ২৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৬২৪ জনের। জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে আরো জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ জন, করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮৭ জন, সুস্থ হয়েছে ২ হাজার ২১৮ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জন, করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৪ জন, সুস্থ হয়েছে ১ হাজার ৪৬২ জন। বন্দর উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪ জন, আক্রান্ত হয়েছে ২৮৭ জন, সুস্থ হয়েছে ২৭৩ জন। আড়াইহাজারে করোনায় মৃত্যু হয়েছে ৪ জন, আক্রান্ত হয়েছে ৬০১ জন এবং সুস্থ হয়েছে ৫৯০ জন। রূপগঞ্জ উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে ১২ জন, করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৬ জন, সুস্থ হয়েছে ১ হাজার ২৩৫ জন। সোনারগাঁয়ে করোনায় মৃত্যু হয়েছে ২১ জন, আক্রান্ত হয়েছে ৫৯৬ জন, সুস্থ হয়েছে ৫৬৪ জন।
×