ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্টে আরেক নারীকেই নিয়োগ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ১১:৫০, ২০ সেপ্টেম্বর ২০২০

সুপ্রিম কোর্টে আরেক নারীকেই নিয়োগ দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রবীণতম বিচারপতি রুথ বডার জিন্সবার্গের মৃত্যুর কারণে তার জায়গায় আরেক নারীকেই নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে রক্ষণশীল কাউকেই আজীবন মেয়াদী ওই আসনে বসিয়ে তিনি সুপ্রিম কোর্টে নিজপক্ষের সমর্থন বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার নর্থ ক্যারোলিনার ফয়েটেভিলে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, আমি আগামী সপ্তাহে মনোনীত (বিচারপতি) প্রার্থী পেশ করব। তিনি হবেন একজন নারী। আমার মনে হয় এটা নারীই হওয়া উচিত। কারণ প্রকৃতপক্ষে আমি পুরুষের চেয়ে নারীদেরই বেশি পছন্দ করি। এসময় ট্রাম্পের সমর্থকেরা ‘আসন পূরণ করো’ বলে স্লোগান দিতে থাকেন। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টে নিয়োগ দেয়ার মতো সম্ভাব্য দুই নারীর ভূয়সী প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রক্ষণশীল এ দুই বিচারককে সম্প্রতি ফেডারেল আপিল কোর্টে নিয়োগ দিয়েছেন তিনি। তবে নিয়োগের ক্ষেত্রে তৃতীয় বিচারপতিকেও বেছে নেয়ার সুযোগ রয়েছে ট্রাম্পের সামনে। সেক্ষেত্রে শিকাগো-ভিত্তিক ৭ম সার্কিটের কোনি বেরেট ও আটলান্টা-ভিত্তিক ১১তম সার্কিটের বারবারা লাগোয়ার নাম রয়েছে আলোচনায়। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গত শুক্রবার ওয়াশিংটন ডি সি’র নিজ বাড়িতে শেষ নিঃশাস ত্যাগ করেন প্রবীণ বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুথ বডার জিন্সবার্গ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। জিন্সবার্গ যুক্তরাষ্ট্রে উদারপন্থী নারীবাদীদের অন্যতম আদর্শ। একাধারে ২৭ বছর দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি। জিন্সবার্গের জায়গায় নতুন কাউকে বসাতে সিনেটের অনুমোদন নিতে হবে ট্রাম্পকে। তবে সেখানে রিপাবলিকানরা ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় খুব একটা বেগ পেতে হবে না বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স
×