ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’

প্রকাশিত: ২৩:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২০

ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’

সংস্কৃতি ডেস্ক ॥ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সবুজ খান। ইতোমধ্যেই ঢাকাসহ বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী, আফফান মিতুল ও চিত্রনায়িকা অরিন প্রমুখ। এটি মুক্তি দেয়া হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। জয় চৌধুরী বলেন, এটি ওটিটি প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ। ছোট ভাই আফফান মিতুলের অনুরোধে কাজটা করা। আর গল্পটা রিয়েল স্টোরি বেজ। তাই ভাল লেগেছে। বন্ধুত্বের মধ্যে কেউ সাইকো থাকলে তখন একটি দুর্ঘটনায় কত জীবন নষ্ট হয় তা এতে দেখা যাবে। আর ছেলেমেয়ে আসলে কখনও বন্ধু হয় না, কোন কোন ভাললাগা বা ভালবাসার টান থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না। ওয়েব ফিল্মটি থেকে বর্তমান যুগের বন্ধুদের অনেক কিছু শেখার আছে।
×