ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লন্ডনের চলচ্চিত্র উৎসবে ‘নোনাজলের কাব্য’

প্রকাশিত: ২৩:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২০

লন্ডনের চলচ্চিত্র উৎসবে ‘নোনাজলের কাব্য’

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য বাংলাদেশী চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ নির্বাচিত হয়েছে। চলচ্চিত্র উৎসবটি ৭ থেকে ১৮ অক্টোবর চলবে। ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভার্চুয়াল প্রিমিয়ারে ছবিটির প্রদর্শনী হবে লন্ডনে। এই বছর সারাবিশ্ব থেকে মাত্র ৫৮টি ছবিকে স্থান দেয়া হয়েছে ‘ফিচার ফিল্ম’ বিভাগে। এই চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রথমসারির চলচ্চিত্র উৎসবগুলোর একটি। করোনা পরিস্থিতির কারণে হাইব্রিড ফরম্যাটে হবে এবারের আসর; যাতে অংশ নিচ্ছেন কেট উইন্সলেট, সোয়ার্শা রোনানের মতো তারকা। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, এটি আমার প্রথম ছবি। চিত্রনাট্যের প্রথম খসড়া লিখেছি পাঁচ বছর আগে। পটুয়াখালীর প্রত্যন্ত এক চরে ১৫-২০ ঘর জেলের বসবাস। সেই জেলেপাড়ায় হঠাৎ এক ভাস্করের আগমন এবং তাকে ঘিরে গ্রামবাসীর জল্পনাকল্পনা, ভালালাগা এবং পরিশেষে সংঘাত - এই নিয়েই নোনাজলের কাব্যের গল্প। এর নির্মাণ কাজটি ভীষণ কঠিন ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নানা বাধা এসেছে। করোনা মহামারী ও লকডাউন তার মাঝে অন্যতম। নির্মাতা রেজওয়ান সুমিত জানান, তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’র আন্তর্জাতিক যাত্রা এগিয়ে চলেছে। একের পর এক বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে এই ছবিটি। এরই মধ্যে ৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব ছাড়াও ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে ‘নোনাজলের কাব্য’।
×