ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে পরিচয়পত্রে মায়ের নামও থাকবে

প্রকাশিত: ২৩:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২০

আফগানিস্তানে পরিচয়পত্রে মায়ের নামও থাকবে

আফগানিস্তানে এখন থেকে সন্তানের জাতীয় পরিচয়পত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নামও থাকবে। দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি এমন খবর জানিয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আশরাফ গনি এ সংক্রান্ত একটি আইনের সংশোধনীতে সই করেছেন। নারী অধিকার কর্মীদের দীর্ঘ আন্দোলনের ফলে আফগান কর্তৃপক্ষ সন্তানের পরিচয়পত্রে মায়ের নাম যুক্ত করতে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত এ দেশটির অনেক অংশে এখনও কোন নারীর নাম প্রকাশ্যে এলে তাকে নেতিবাচকভাবে দেখা হয়। খবর বিবিসি অনলাইনের। কোথাও কোথাও একে অপমানজনক বলেও বিবেচনা করা হয়। এ রীতির কারণে এতদিন ধরে আফগানিস্তানে শিশুদের জাতীয় পরিচয়পত্রে কেবল বাবার নামই থাকতো।
×