ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালে পাঠ্যবই ও মুদ্রায় নতুন মানচিত্র

প্রকাশিত: ২৩:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২০

নেপালে পাঠ্যবই ও মুদ্রায় নতুন মানচিত্র

সীমান্তে বিতর্কিত তিন ভূখ- মানচিত্রে যুক্ত করে গত জুনে সংবিধান সংশোধন করেছিল নেপাল। এবার সেই নতুন মানচিত্রসম্বলিত পাঠ্যবই প্রকাশ করল দেশটির শিক্ষা দফতর। শুধু তাই নয়, নেপালের নতুন মুদ্রাতেও খোদাই করা থাকবে নয়া ম্যাপ। নেপালের সরকারী একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। নেপালের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে নতুন মানচিত্র সংযোজন হয়েছে। এছাড়া মানচিত্রসম্বলিত পাঠ্যবইয়ে শিক্ষামন্ত্রী নিজেই ভূমিকা লিখেছেন। আর সেখানে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখ- হিসেবে দেখানো হয়েছে। নতুন বইয়ে নেপালের মোট ভূখ- উল্লেখ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৬৪১.২৮ বর্গ কিলোমিটার। -নেপাল টাইমস
×