ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজকালের মধ্যেই ঢাকায় আসছেন ভেট্টরি

প্রকাশিত: ২৩:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২০

আজকালের মধ্যেই ঢাকায় আসছেন ভেট্টরি

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন দায়িত্ব পাওয়া স্বদেশী ক্রেইগ ম্যাকমিলানকে সফরসঙ্গী করে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের স্পিন কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরির। কিন্তু বাবার মৃত্যুর কারণে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেয়ার আগেই সরে দাঁড়িয়েছেন এ সাবেক কিউই ব্যাটিং অলরাউন্ডার। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে হয়তো আর কাজ করাই হবে না তার। কিন্তু ভেট্টরি ঠিকই আসছেন। দলের সঙ্গে আসন্ন শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য ২/১ দিনের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছুবেন তিনি। শ্রীলঙ্কা সফরের অনিশ্চয়তা কাটেনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আগের পরিকল্পনা অনুসারে দলের সঙ্গে একবারে শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা ছিল ভেট্টরির। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ এবং শ্রীলঙ্কার দেয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করতে এখন বাংলাদেশে এসে তবেই শ্রীলঙ্কা সফরে যেতে হবে ভেট্টরিকে। আগামী পরশুর মধ্যেই তিনি বাংলাদেশে এসে পৌঁছুবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টরিকে ঢাকায় আসতে বলেছি এবং তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবেন।’ যদিও বাংলাদেশ দলের লঙ্কা সফরকালীন কোয়ারেন্টাইন সময়সীমা নিয়ে দুই বোর্ডের মধ্যে এখনও কোন সমাধান আসেনি বলে সফরটাই নিশ্চিত হয়নি। তবে আপাতত জানা গেছে সফরে যাওয়ার আগে ৭ দিন এবং শ্রীলঙ্কায় পৌঁছে আরও ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। তবে এই সময় নিজেদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনেও কোন বাধা থাকবে না। এমন প্রস্তাবই সর্বশেষ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এ কারণেই ভেট্টরিকে দ্রুতই দেশে আসতে বলে বিসিবি।
×