ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরুর আগেই তামিমদের দায়িত্ব ছাড়লেন ম্যাকমিলান

প্রকাশিত: ২৩:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২০

শুরুর আগেই তামিমদের দায়িত্ব ছাড়লেন ম্যাকমিলান

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। এরপর দ্রুতই তার স্থলাভিষিক্ত হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং অলরাউন্ডার ও দলটির সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানকে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু আসন্ন শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশ দলের হয়ে কাজ করার কথা ছিল তার। কিন্তু বিসিবিকে ম্যাকমিলান জানিয়েছেন বাবার মৃত্যুর কারণে তিনি কাজে যোগ দিতে পারছেন না। অর্থাৎ যোগ দেয়ার আগেই পদত্যাগ করলেন ম্যাকমিলান। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। আসন্ন শ্রীলঙ্কা সফর এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মূলত বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ারেন্টাইন সময়সীমা নিয়েই ঝামেলার সৃষ্টি হয়েছে। বিসিবি চায় শ্রীলঙ্কায় গিয়ে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে আর শ্রীলঙ্কা ক্রিকেট চায় ১৪ দিন। এটি নিয়েই এখন পর্যন্ত কোন সমাধানে আসতে পারেনি উভয় বোর্ড। তবে সর্বশেষ এসএলসি থেকে প্রস্তাবনা এসেছে সফরকারী সকলকে বাংলাদেশে ৭ দিন এবং শ্রীলঙ্কায় ৭ দিন কোয়ারেন্টাইনে থাকার। নতুন এই প্রস্তাবনার পরই ম্যাকমিলান ও ড্যানিয়েল ভেট্টরিকে বাংলাদেশে ডেকে পাঠায় বিসিবি। এ বিষয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী ২ দিন আগে জানিয়েছিলেন, উভয় কোচকে দেশে ডেকে পাঠানো হয়েছে। পুরো দল একসঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবে। এর আগেই কাজে যোগ না দেয়ার সিদ্ধান্ত জানালেন ম্যাকমিলান। ৫ বছর নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করায় এ কিউইকে নিয়োগ দিতে খুব বেশি দ্বিধা করেনি বিসিবি। কিন্তু এখন তাকেও পাচ্ছে না বাংলাদেশ দল। গত মাসের শেষদিকে ম্যাকমিলানকে শুধু শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। সব কোচিং স্টাফসহ পুরো দল বাংলাদেশ থেকে রওনা দিলেও ম্যাকমিলান ও তার স্বদেশী স্পিন কোচ ভেট্টরির সরাসরি শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এই সফর নিয়ে বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে এ দু’জনকেও বাংলাদেশে আসতে বলেছিল বিসিবি। কিন্তু ম্যাকমিলান উল্টো সরে দাঁড়ানোর চিঠি দিয়েছেন বিসিবিকে। বাবার মৃত্যুর কারণে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ইমেইলের মাধ্যমে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছেন। এ বিষয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘ক্রেইগ আমাদের জানিয়েছে, সম্প্রতি তার বাবা মারা গেছেন। এই শোকের মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের ভূমিকা নেয়া তারজন্য সম্ভব হবে না। আমরা তার পরিস্থিতি বুঝতে পারছি। তার ও তার পরিবারের এই দুঃসময়ে সমবেদনা জানাচ্ছি।’ সফর নিশ্চিত হয়ে গেলে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এসএলসির নতুন প্রস্তাবনা মোতাবেক দলের শ্রীলঙ্কা রওনা হওয়ার সময়টা পেছাতে পারে সপ্তাহ খানেক। কারণ দলগত অনুশীলন আজ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর এসএলসির প্রস্তাবনা মানলে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকেই। সেক্ষেত্রে এখন নতুন করে আর ব্যাটিং পরামর্শক পাওয়া কঠিন বিসিবির জন্য। দীর্ঘ ৭ মাস বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ শেষে সেক্ষেত্রে বাংলাদেশ দলকে টেস্ট সিরিজ খেলতে হবে কোন বিশেষজ্ঞ ব্যাটিং পরামর্শক ছাড়াই।
×