ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৭, ২০ সেপ্টেম্বর ২০২০

ফরিদপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের জননন্দিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এমপি পঙ্কজ দেবনাথ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া বগুড়ায় গত ২৪ ঘণ্টায় শনিবার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফরিদপুর ॥ ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তিনি। মৃত ওই বৃদ্ধের নাম মজিবর মাতুব্বর (৬৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের আব্দুস সালাম মাতুব্বরের ছেলে। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। শুক্রবার তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক সাইফুর রহমান বলেন, ওই বৃদ্ধের মৃত্যুর পর তার শরীর থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছে। বরিশাল ॥ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের জননন্দিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এমপি পঙ্কজ দেবনাথ নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন। জেলায় নতুন করে একজন নার্স, একজন ব্যাঙ্কারসহ তিনজন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে নতুন শনাক্ত হওয়া তিনজনসহ জেলায় সর্বমোট ৩ হাজার ৩৮৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা আক্রান্ত ১৬ জন নতুন ব্যক্তি সুস্থ হওয়ার মধ্যদিয়ে মোট ২ হাজার ৯৮২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন। বগুড়া ॥ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় শনিবার পর্যন্ত দুইটি আরটি পিসিআর ল্যাবে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বগুড়া সদরের ২৫ জন, শাজাহানপুর শেরপুর ও ধুনট উপজেলার একজন করে। এ পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩৩৪ জন। একই সময়ে করোনা মুক্ত হয়েছেন ৫১ জন। এ পর্যন্ত করোনা মুক্ত হওয়ার সংখ্যা ৬৪১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি।
×