ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইন সুবিধা বাতিল করায় সোহরাওয়ার্দীতে পরিচালকের কক্ষ ঘেরাও

প্রকাশিত: ২৩:০৪, ২০ সেপ্টেম্বর ২০২০

কোয়ারেন্টাইন সুবিধা বাতিল করায় সোহরাওয়ার্দীতে পরিচালকের কক্ষ ঘেরাও

স্টাফ রিপোর্টার ॥ হোটেলে ‘কোয়ারেন্টাইন সুবিধা’ বাতিল করায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিৎসকরা ‘নিরাপদ আবাসন’ নিশ্চিতের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই দাবিতে শনিবার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, উপ-পরিচালক ডাঃ এামুন মোর্শেদ ও মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও কোভিড ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডাঃ শাহাদাৎ হোসেন রিপনের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তারা। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, কোভিড ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সরকার চিকিৎসকদের কোয়ারেন্টাইন সুবিধা বাতিল করেছে। তাদের আবাসনের ব্যবস্থা নিজেদের করে নিতে বলা হয়েছে। আগে যেমন আবাসনের সুযোগ ছিল। এখন নতুন পরিপত্রে এ ধরনের সুযোগ নেই। আমরা তাদের আজকে থেকে হোটেল ছেড়ে দিতে বলেছি। এজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন। বিষয়টি আমি স্বাস্থ্য অধিদফতরে জানিয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
×