ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারী সাংবাদিক-চিকিৎসকসহ বিভিন্ন নারীকে ব্ল্যাকমেইলকারী সবুজ গ্রেফতার

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

নারী সাংবাদিক-চিকিৎসকসহ বিভিন্ন নারীকে ব্ল্যাকমেইলকারী সবুজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নারী সাংবাদিক-চিকিৎসকসহ বিভিন্ন নারীকে সাইবার পর্নোগ্রাফির মাধ্যমে ব্ল্যাকমেইলকারী মোঃ সবুজ প্রামাণিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ডিএমপির কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসির) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তেজগাঁওয়ের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নারীদের উত্ত্যক্ত করায় ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিসহ মোবাইল ফোন জব্দ করা হয়। এদিকে শনিবার দুপুরে গ্রেফতারকৃত সুবজকে ৬ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ নাজমুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সবুজ কুড়িগ্রাম ও টাঙ্গাইল থেকে সাংবাদিক ও চিকিৎসকসহ অনেক নারীকে ব্ল্যাকমেইল এবং উত্ত্যক্ত করে আসছিলেন। সবুজ নারীদের ফোন করে বলতেন তার কাছে সেসব নারীর ব্যক্তিগত ও গোপন ভিডিও রয়েছে। এভাবে তাদের হয়রানি ও তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা দাবি করতেন। তার কুপ্রস্তাবে তারা রাজি না হলে তাদের কথিত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হতো। পরে একাধিক নারী সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় সাইবার পুলিশেরর একটি দল তেজগাঁও একটি হোটেল থেকে সবুজকে গ্রেফতার করে। এডিসি নাজমুল ইসলাম জান, প্রাথমিক তদন্তে তদন্তে জানা যায় সবুজের কাছে কোনো নারীরই কোনো ধরনের ভিডিও নেই। তিনি ভিডিও থাকার কথা বলে ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করতেন। সবুজের বিরুদ্ধে ডিএমপি’র মোহাম্মদপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠিয়ে ৬ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এডিসি নাজমুল।
×