ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় গৃহবধূ মীম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৭:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

কুষ্টিয়ায় গৃহবধূ মীম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ তাসনীম মীমকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানব বন্ধন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার উদ্যোগে এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সভপতিত্ব করেন সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। কর্মসূচীতে মীমের পরিবারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে মীমের বাবা কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী মহিবুল আলম অভিযোগ করে বলেন, গত ১ সেপ্টেম্বর বিকেলে আমার মেয়ে তাসনীম মীমকে তার শ্বাশুড়ী কহিনুর খাতুন এবং স্বামী দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত: জিন্না মোল্লার ছেলে এজাজ আহমেদ বাপ্পী যোগসাজসে নির্যাতন চালিয়ে অচেতন অবস্থায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যালের আইসিইউতে নেয়া হয়। সেখানে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে মীম মৃত্যুকোলে ঢলে পড়ে। মহিবুল আলম আরও জানান, এ ঘটনার দুইদিন আগেও মীমের শ্বাশুড়ী কহিনুর খাতুন আমাকে মোবাইল করে বকাবকি বলে বলেন, ‘আপনার জামাইকে মটরসাইকেল দেয়ার কথা ছিলো, সেটা তো দিলেন না ? যদিও মটর সাইকেল কেনা বাবদ পূর্বেই তাকে এক লক্ষ টাকা দেয়া হয়েছিলো বলে দাবি করেন মীমের পিতা মহিবুল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন। এরা হলেন, নদী পরিব্রাজক দল কুষ্টিয়ার সভাপতি খলিলুর রহমান মজু, রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসিবুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, বাসদ জেলা আহ্বায়ক শফিউর রহমান শফি, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক হাফিজ সরকার, সাংবাদিক ও মানবাধিকারকর্মী হাসান আলী, কবি ও লেখক ও শিল্পী আলম আরা জুঁই প্রমুখ।
×