ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি

প্রকাশিত: ১৬:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২০

নওগাঁর পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মৌসুমী বায়ুর প্রভাব ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানি এবং পানিউন্নয়ন বোর্ডের নব নির্মিত স্লুইচ গেটে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে প্রচুর পরিমানে পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে বিল এলাকার কয়েক হাজার বিঘা আমন ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক অর্থ ব্যয় করে আবাদ করা ফসলী জমির আবাদ বিনষ্ট হওয়ায় ওই এলাকার কৃষককুল এখন দারুন হতাশায় ভুগছে। শনিবার বিল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকায় প্রচুর বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা সীমান্ত ঘেঁষা পুর্নভবা নদীর পানি এখন বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে সাথে জবই বিলের পানিও ফুলে ফেঁপে ওঠে অসংখ্য আমন আবাদের মাঠকে একাকার করে ফেলেছে। এদিকে এবছরই পানিউন্নয়ন বোর্ড কর্তৃক জবই বিল রক্ষা বাঁধ নির্মাণ করে মেইন পয়েন্টে ১২০ফুট প্রশস্ত জায়গায় ১৪ কপাট বিশিষ্ট একটি স্লইচ গেট নির্মাণ করে তার সবকটি দরজা বন্ধ থাকতে দেখা গেছে। যার কারণে বিলের পানি নদীতে নামতে না পেরে বিল এলাকার ওই ফসলী জমিগুলি পানির নিচে তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি বিভাগ ও সাধারণ কৃষকরা মনে করছেন। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে প্রকৃতিগত কারণসহ বিভিন্ন কারণে ওই এলাকার প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ফসল পানির নিচে তলিয়ে গিয়ে সমুদয় ফসল নষ্ট হয়েছে।কয়েক দিন আগে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও জানা জানি হওয়ার পরে পানি উন্নয়ন বোর্ডের নিদের্শক্রমে গত কয়েক দিন ধরে ম্যেনুয়াল পদ্ধতিতে স্লুইস গেটের কপাটগুলি খোলার জোর চেষ্টা অব্যাহত রয়েছে। ফলে বিলের পানি কিছুটা হলেও কমতে শুরু করেছে। কপাটগুলি সম্পূর্ন খোলা ও নদীর পানিতে টান ধরলেই বিল পাড়ের অনেক আবাদি জমি জেগে উঠবে বলে কৃষককুল ও কৃষি বিভাগের কর্মকর্তাগন মনে করছেন। তবে ক্ষতিগ্রস্ত আবাদি জমিগুলিতে শতভাগ আমন ফসল না পেলেও সেখানে তারা আগাম রবি ফসল বুনতে পারবেন বলেও কৃষি বিভাগ ধারণা করছেন।
×