ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর তিন পুকুরে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ০০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর তিন পুকুরে মাছের পোনা অবমুক্ত

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরের পুকুরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুকুরে এবং বংশালের নাজিরবাজার ৩৩ নং ওয়ার্ডের সিক্কাটুলি লেন এলাকার প্রাচীনতম পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার; সৈয়দ মোঃ আলমগীর, উপপরিচালক, মৎস্য অধিদফতর, ঢাকা বিভাগ; শৈলেন্দ্র নাথ মজুমদার, সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী ঢাকাশ্বেরী জাতীয় মন্দির; প্রফেসর ড. মিহির লাল সাহা, প্রাধ্যক্ষ, জগন্নাথ হল, ঢাবি; মুহাম্মদ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকাসহ মৎস্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মসূচীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার বলেন, প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম মাছ উৎপাদন বৃদ্ধির একটি কার্যকর পদক্ষেপ এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে তিনটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। -বিজ্ঞপ্তি
×