ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অক্সিজেন কনসেন্ট্রেটর ও ভেন্টিলেটর দিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস ফোরাম

প্রকাশিত: ২৩:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২০

অক্সিজেন কনসেন্ট্রেটর ও ভেন্টিলেটর দিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস ফোরাম

স্টাফ রিপোর্টার ॥ করোনা রোগীদের চিকিৎসার জন্য ২ টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ও একটি পোর্টেবল ভেন্টিলেটর প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য এসব যন্ত্রপাতি প্রদান করা হয়। শুক্রবার বিকেল ৪ টায় একটি অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ও মেডিকেল সেন্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে মেডিকেল সেন্টার প্রাঙ্গণে এই মেশিন সমূহ হস্তান্তর করা হয়। নাভানা গ্রুপের সৌজন্যে এসব মেশিন প্রদান করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহিয়াত হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক ডিএমপির ডিসি (ডিবি) মো. আ: আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব ফাতেমা তুল জান্নাত ও ফোরামের অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশির আহমেদ, ডিন, আইন অনুষদ, জনাব আ, স, ম, ফিরোজ-উল-হাসান, সহযোগী অধ্যাপক ও প্রক্টর, প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান এবং নাভানা গ্রুপের এজিএম জনাব আফজাল নাজিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ঢাকা মেট্রাপলিটন কমিশনের উপ পুলিশ কমিশনার (ডিসি) (ডিবি) মো. আ: আহাদ বলেন, বিশ্বব্যপি ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের কারণে আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই লক্ষ লক্ষ মানুষ প্রান হারাচ্ছেন। বাংলাদেশেও প্রতিদিন গড়ে ৩০-৩৫ জনের মতো মানুষ মৃত্যু হচ্ছে। এ থেকে আমাদের সবাইকে বাচঁতে প্রত্যেকেই অধিক পরিমানে নিজ নিজ ক্ষেত্রে সচেতন হতে হবে। সকল কাজের পাশাপাশি নিজেকেই করোনার প্রভাবমুক্ত রাখতে মুখে মাস্ক পরিধান ও হাত জীবানুমুক্ত করতে হবে। প্রতিদিনই হাজার হাজার মানুষকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। করোনার এ মহামারির কঠিন সময়ে আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী সহ কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এ জীবন রক্ষাকার যন্ত্রপাতিগুলো বেশ উপকারে আসবে বলেই বিশ্বাস করি। একইসাথে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করায় ছাত্র ছাত্রী হিসেবে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী অন্য সবাই এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতিকল্পে কাজ করবেন। জনাব আহাদ নাভানা গ্রুপকে ভবিষ্যতেও সংগঠনকে এমন সহায়তা অব্যহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম এর পক্ষে ফোরামের নিকট হতে মেশিন সমূহ অধ্যাপক বশির আহমেদ, ডিন, আইন অনুষদ, জনাব আ, স, ম, ফিরোজ-উল-হাসান, সহযোগী অধ্যাপক ও প্রক্টর,প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নাভানা গ্রুপ কর্মকর্তাবৃন্দ সংগঠনের সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে আগামীতেও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য সর্বাত্মক সহোযোগিতার প্রতিশ্রুতি দেন।
×