ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ড. মনিরুজ্জামানের বিরুদ্ধে জবি শিক্ষকদের অনাস্থা

প্রকাশিত: ২২:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২০

ড. মনিরুজ্জামানের বিরুদ্ধে জবি শিক্ষকদের অনাস্থা

জবি সংবাদদাতা ॥ আর্থিক অনিয়ম, প্রমোশনে স্বজনপ্রীতি ও শিক্ষার্থীদের পরীক্ষার নম্বরে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন একই বিভাগের অন্য শিক্ষকরা। মোট ২১ জন শিক্ষকের মধ্যে ১৪ বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে এবং ছয়জন শিক্ষক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, বিভাগের শিক্ষকদের পাল্টাপাল্টি সকল অভিযোগ নিয়ে কোষাধ্যক্ষ একটি একাডেমিক সভা ডেকে সমাধান করার চেষ্টা করবেন। আর সমাধান না হলে কি ব্যবস্থা নেয়া লাগবে তা সুপারিশ করবেন। অনাস্থা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ড. মনিরুজ্জামান ২০১০ সালের নবেম্বর থেকে ২০১৩’র নবেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে বিভাগের ব্যয় করা টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছেন। এরপর ২০১৯ সালের নবেম্বর থেকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পরও আর্থিক বিষয়ে অনিয়ম ও অসচ্ছতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরীক্ষা কমিটির খরচের টাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েও কমিটিকে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে বিভাগের বই কেনার টাকা তসরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভাগের এসি নিজের বাসায় নিয়ে যাওয়ার ঘটনাও ঘটিয়েছেন তিনি।
×