ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা

প্রকাশিত: ২২:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২০

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও নতুন শনাক্তের হার কমেছে, বেড়েছে সুস্থ হওয়া। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৫৪১ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৮৮১ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৯২৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০ টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ। শুক্রবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ৬০ বছরের বেশি বয়সী ১২ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে- ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং সিলেটে ২ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৭৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৯২২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৪০ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬১ হাজার ৪৯৫ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৮ হাজার ৪১৭ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ১৩৬৬ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১৪১৩ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৫২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ২১হাজার ৭৯৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৭ হাজার ৬৪৪ জন। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২১ জন, যা শূন্য দশমিক ৪৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪১ জন, যা শূন্য দশমিক ৮৪ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১১২ জন, যা দুই দশমিক ২৯ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৮৭জন, যা ৫ দশমিক ৮৮ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬৩২ জন, যা ১২ দশমিক ৯৫ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩২৮ জন, যা ২৭ দশমিক ২১ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২৪৬০ জন, যা ৫০ দশমিক ৪০ শতাংশ।
×