ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

প্রকাশিত: ২০:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২০

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

গৌতম পান্ডে ॥ ঢাকাই সিনেমায় এক আবেগ ও ভালবাসার নাম সালমান শাহ। এক সময়ের শাহরিয়ার চৌধুরী ইমন পরবর্তীতে পরিচিতি পায় সালমান শাহ নামে। কোটি ভক্তের হৃদয় জয় করা এই নায়ক বাংলাদেশের চলচ্চিত্রের এক নতুন অধ্যায় শুরু করেন। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহের ৪৯তম জন্মদিন আজ শনিবার। সিলেটের দরিয়াপাড়ায় নানা বাড়িতে ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্বপ্নের এই নায়ক। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে বিটিভিতে ‘কথার কথা’ নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন হানিফ সংকেত। সে অনুষ্ঠানে কোনো এক পর্বে হানিফ সংকেত স্বকণ্ঠে ‘নামটি ছিল তার অপূর্ব’ নামক একটি গান গেয়েছিলেন। আর সে গানের ভিডিওতে মাদকাসক্ত এক ছেলের ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া নিয়ে অভিনয় করেন ইমন নামের এক তরুণ। মিউজিক ভিডিওটি সে সময় জনপ্রিয়তা পেলেও নিয়মিত পর্দায় না আসায় দর্শক তাকে সেভাবে মনে রাখেনি। তার কয়েক বছর পর তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘পাথর সময়’ নাটকে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর কাজ করেন আরও বেশ কিছু নাটক আর বিজ্ঞাপনচিত্রে। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন এ নায়ক। প্রথম ছবিতেই সারাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি ২৭টি ছবিতে অভিনয় করেন। প্রায় প্রতিটি ছবিই ছিল ব্যবসাসফল। তার অভিনীত ১৪টি ছবিতেই নায়িকা ছিলেন শাবনূর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আদালত থেকে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা এখনও বিচারাধীন। মৃত্যুর ২৩ বছর পরও ফুরায়নি তার আবেদন, কাটেনি তার প্রভাব। অনেকেই বলে থাকেন অকালমৃত্যুই সালমানকে অমরত্ব দিয়েছে। সর্বকালের সেরা স্টাইলিস্ট ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান বেঁচে থাকবেন তার ভক্ত-অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।
×