ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ২০:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোনায় প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিলের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। শুক্রবার দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা এ অভিযোগ ও প্রতিকার দাবি করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত পাঠ করেন সহকারী শিক্ষক এইচ এম ইলিয়াস। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসসহ ২৩ জন শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযোগে তারা বলেন, বিদ্যালয়টি ২০১৮ সালের এপ্রিল মাসে জাতীয়করণ হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষক-কর্মচারীদের পদ সৃজনের তথ্য চেয়ে পত্র পাঠালেও ইলিয়াস হোসেন কোকিল তার নিজের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকায় তা গোপন করে রাখেন। এ কারণে অদ্যাবধি শিক্ষক-কর্মচারীদের পদ জাতীয়করণ হয়নি এবং তারা সরকারী বেতনÑভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাবর্ষে বিশেষ ক্লাসের নামে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিনারশিদে ৩শ টাকা করে আদায়, বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত মোবাইল বিল উত্তোলন, অপ্রয়োজনীয়ভাবে ঘর মেরামতের নাম করে টাকা উত্তোলন, প্রশ্নপত্র কেনার নামে অতিরিক্ত টাকা উত্তোলন, তিন-চারগুন বেশি আপ্যাায়ন খরচ উত্তোলন, ভর্তি পরীক্ষার টাকা বিধি বহির্ভূতভাবে ব্যয়, বেআইনীভাবে গাছ কাটা এবং ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়া বিল-ভাউচার তৈরি, অসদাচরণসহ নানা অভিযোগ উত্থাপন করেন। ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি চন্দন বিশ^াস বলেন, ইলিয়াস হোসেন কোকিল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রধান শিক্ষকের পদে থেকেও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেনÑ যা বিধিবহির্ভূত। তার অবৈধ কর্মকা- থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য ইতিপূর্বে শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকরা মানববন্ধনও করেছেন। এ ব্যাপারে ইলিয়াস হোসেন কোকিলের বক্তব্য জানতে তার মোবাইল নাম্বারে একাধিকবার রিং করা হলেও তিনি রিসিভ করেননি। তবে জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটির তদন্ত করা হয়েছে।
×