ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোলারদের মানকাডিং নিয়ে চটেছেন মুরালিধরন

প্রকাশিত: ২০:১২, ১৮ সেপ্টেম্বর ২০২০

বোলারদের মানকাডিং নিয়ে চটেছেন মুরালিধরন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথাগত অফ স্পিনের চেয়ে লেগ স্পিনাররা বেশি কার্যকর, এমন ধারণার সঙ্গে একেবারেই একমত নন লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। তার মতে, কৌশল জানা থাকলে টি-টোয়েন্টি কিংবা টেস্ট যে কোন ফর্মেটেই ছড়ি ঘোরাবে অফ স্পিনাররা। মানকাডিং নিয়েও ক্ষোভ ঝেড়েছেন মুরালি। ক্রিকেটের স্পিরিটের নামে বোলারদের তুলোধুনো করা একেবারেই পছন্দ হচ্ছে না তার। প্রয়োজনে আইন বদলের সুপারিশ মুরালিধরনের। অফ স্পিনার বা ডান হাতি অফব্রেক বোলার। প্রথাগতভাবে তাদের বলগুলো ডানহাতি ব্যাটসম্যানের জন্য ক্রিজে পড়ে ঢুকে যাবে ভেতরের দিকে। এটাই জেনে আসছিলো ক্রিকেট বিশ্ব। কিন্তু, হঠাৎ-ই ক্রিকেট দুনিয়ার আবির্ভাব ঘটে এক জাদুকরী ডেলিভারি, দুসরার। বল ক্রিজে ড্রপ খাওয়ার পর ভেতরে ঢুকে ব্যাটে ছোবল দেয়ার বদলে, লেগ স্পিনারের মতো বের হয়ে যেতে থাকে। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য যা আরো দুর্বোধ্য। লাইনের বাইরে পরেও, স্ট্যাম্পে চলে আসতে থাকে ডেলিভারিগুলো। বাঘা বাঘা ব্যাটসম্যানরা কুপোকাত হতে থাকে নতুন এ মায়াজালে। সাকলাইন মোস্তাকের হাত ধরে এর জন্ম হলেও, একে আরো বেশি বিধ্বংসী বানিয়েছিলেন লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন। যার প্রমাণ, সাদা পোশাকে ৮০০ উইকেট। তবে, এইসবই এখন শুধুই গল্প-কাহিনী। ইউটিউবের ফুটেজে কিংবা ক্রিকেটারদের আত্মজীবনীতেই যার অবস্থান। মাঠের ক্রিকেটে এই ম্যাজিক বলের সন্ধান এখন আর খুব একটা পাওয়া যায় না। যে কারণে, বর্তমানে লেগ স্পিনারদের নিয়ে এতোটা মাতামাতি বলে মনে করেন মুত্তিয়া মুরালিধরন। যদিও, লেগিদের ক্ষমতা নিয়ে কোন কটাক্ষ করেননি মুরালি। টি-টোয়েন্টির যুগে তাদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেননি। তবে, তার বিশ্বাস, প্রথাগত অফ ব্রেকাররাই এগিয়ে এখনো। মুরালিধরন বলেন, 'লেগ স্পিনার-অফ স্পিনার তর্কটা শুধু উপ-মহাদেশেই দেখা যায়। কারণ, এখানে দলগুলোর কাছে ভ্যারিয়েশন আছে। কিন্তু সব দলের পক্ষে এই বিলাসিতা দেখানো সম্ভব না। ঐতিহাসিকভাবেই অফ স্পিনারদের, বলের ওপর কন্ট্রোল লেগিদের চেয়ে অনেক বেশি। তারা চারদিকে বল ঘোরাতে পারে। টি-টোয়েন্টি, টেস্ট যে কোন ফর্মেটেই অফ স্পিনাররা বেশি কার্যকর। তবে, এ মুহূর্তে অফব্রেকাররা কিছুটা চাপে আছে। আমার মনে হয়, সবাইকে তাদের নিজেদের যোগ্যতার ওপর বিশ্বাস রেখে কৌশলগত কাজগুলো করা উচিত।' মানকাডিং নিয়েও ভালোই খেপেছেন মুত্তিয়া। ক্রিকেটীয় স্পিরিটের নাম দিয়ে এভাবে বোলারদের হাত-পা বেঁধে রাখার কড়া সমালোচনা করেছেন তিনি। মুরালির মতে, বোলাররা যদি এ সুবিধা না নিতে পারে, তাহলে ক্রিজ ছেড়ে বের হওয়াটাকেও অনৈতিক ঘোষণা করা উচিত আইসিসির। প্রয়োজনে আইন বদল করার পরামর্শও দিলেন কিংবদন্তী এ স্পিনার। তিনি আরো বলেন, 'যদি কোন বোলার মানকাডিং সুবিধা না পান, তাহলে ব্যাটসম্যানদেরকেও ক্রিজ ছেড়ে বাইরে আসাটা উচিত নয়। এ ক্ষেত্রে আইসিসির কিছু করা উচিত। প্রয়োজনে আইনে পরিবর্তন আনা যেতে পারে। ব্যাটসম্যানরা ক্রিজ ছাড়লে ৫ রান পেনাল্টি দিন। কোন কিছু না করে, শুধু বোলারদের ওপর ক্রিকেটের স্পিরিট ঠিক রাখার দায়টা চাপিয়ে দেবেন না।' কোভিড পরিস্থিতিতে নতুন আঙ্গিকে এবার আইপিএল হতে যাচ্ছে দুবাইয়ে। তবে, করোনার কারণে, মাঠে দর্শক না আসলে ক্রিকেটারদের খেলাটা পানসে হয়ে যাবে বলে মনে করেন মুত্তিয়া মুরালিধরন।
×