ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সাবেক প্রধানের কারাদণ্ড

প্রকাশিত: ২০:১১, ১৮ সেপ্টেম্বর ২০২০

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সাবেক প্রধানের কারাদণ্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্নীতির অভিযোগে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক প্রধান লেমিন ডায়াকের ২ বছরের কারাদণ্ড হয়েছে। যা কিছুতেই মেনে নিতে পারছে না তার দেশ সেনেগালের ক্রীড়াপ্রেমী ও নাগরিকরা। তারা বলছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন লেমিন। এদিকে, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানান লেমিনের সমর্থকরা। লেমিন ডায়াক। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক প্রধান। তার বিরুদ্ধে আনা দুর্নীতির সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তি হিসেবে তাকে দেয়া হয়েছে দুই বছরের কারাদণ্ড। ফ্রান্সে তার শাস্তি ঘোষণা হয়। রাশিয়ান অ্যাথলেটদের যখন ডোপিং এর অপরাধে নিষিদ্ধ করার কথা ছিলো। তখন তিনি তার পদে থেকেও তা এড়িয়ে গেছেন। অভিযোগ ওঠে, এই অপরাধ ঢাকতে তখন ঘুষ খেয়েছিলেন তিনি। এছাড়াও আরো অনেক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাই ৮৭ বছর বয়সেও এই শাস্তি পেতে হলো তাকে। এদিকে, সাবেক এই অ্যাথলেটিক্স প্রধানের এমন শাস্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তার দেশের নাগরিক ও ক্রীড়াপ্রেমীরা। সবাই বলছেন বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন লেমিন। নাগরিকরা বলেন, 'লেমিন ডায়াকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করা হয়েছে। এত বড় শাস্তি দেয়া তাকে মোটেও উচিৎ হয়নি। আশলে আমাদের মত আফ্রিকানদের ওরা কখনোই ওপরে উঠতে দেবেনা। এজন্যই এতো সমস্যা আমাদের নিয়ে।' আরেক বাসিন্দা জানান, 'সেনেগালের একজন বাসিন্দা হিসেবে আমি মনে করি, এটা একদমই অবিচার করা হয়েছে ডায়াকের সঙ্গে। আমরা আফ্রিকানরা ক্লান্ত এসব দেখে দেখে। যদি সে একজন সাদা চামড়ার মানুষ হতো। তাহলে সে কখনোই গ্রেফতার হতো না। তার বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। কিভাবে তারা এমন একজন বৃদ্ধকে হাজতে নেয়। এখানে আমি রাজনীতির গন্ধ পাচ্ছি।' শাস্তিটা বেশি হয়ে গেছে। এমনটাই মনে করছেন লেমিনের সমর্থকরা। তাই যেকোনো মূল্যে হোক এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে তারা। লেমিন ডায়াক সমর্থন কমিটি সমন্বয়কারী আব্দুলাই দায়াগনে বলেন, 'আমার লেমিনের উকিলের সঙ্গে কথা হয়েছে। তারা সেটাই করবে যেটা তাদের করা উচিত। তারা আপিল করবে লেনিনের জন্য। তারা লড়বে এটার বিরুদ্ধে। আমাদের জয়ী হতেই হবে। সেই বিশ্বাস নিয়েই আমরা এগুচ্ছি।'
×