ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির নামে কেউ অন্য ব্র্যান্ড করতে পারবে না

প্রকাশিত: ২০:১১, ১৮ সেপ্টেম্বর ২০২০

মেসির নামে কেউ অন্য ব্র্যান্ড করতে পারবে না

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির নামে অন্য কেউ কোনো ব্র্যান্ড করতে পারবে না। শুধু মেসিই পারবেন। ৯ বছর আইনি লড়াই শেষে এমনটাই রায় দিয়েছেন ইউরোপীয় আদালত। নিজের নামে অনেক আগে থেকে একটি ব্র্যান্ড করার ইচ্ছে ছিল লিওনেল মেসির। যেখানে ক্রীড়া সামগ্রী বিক্রি করার পরিকল্পনা ছিল এলএমটেনের। ২০১১ সালে সেজন্য নিজের নামে একটি পেটেন্টও করিয়ে রাখেন আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু সমস্যা বাঁধে স্পেনের একটি কোম্পানির 'ম্যাসি' নামে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিক্রি করাকে কেন্দ্র করে। নিজের নামের কাছাকাছি নাম হওয়ায় অনেকে এটিকে মেসির নিজস্ব ব্র্যান্ড বলে মনে করে। সেজন্য ইউরোপিয়ান আদালতে মামলা ঠুকে দেন মেসি। ৯ বছর মামলা চলা শেষে অবশেষে রায় এলো মেসির পক্ষেই। তাতে নাম পরিবর্তন করতে হচ্ছে স্প্যানিশ সাইকেল কোম্পানিটির।
×