ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি সেতিয়েনের

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২০

বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি সেতিয়েনের

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সেলোনার নাটক যেন শেষই হচ্ছে না। এবার বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন। সেতিয়েনের দাবি তাকে বরখাস্তের বিষয়টি জানায়নি বার্সেলোনা বোর্ড। এদিকে, বার্সেলোনা সভাপতি বার্তেমেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছেন ক্লাবের কয়েকজন সদস্য। সম্প্রতি লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন আর ক্লাব সভাপতি বার্তেমেউয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সবমিলিয়ে স্প্যানিশ ক্রীড়াঙ্গন বেশ জমে উঠেছিলো। এবার বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার হুমকি দিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন। গত ১৭ আগস্ট চাকরি হারান ৬১ বছর বয়সী এই কোচ। যদিও সেতিয়েনের অভিযোগ- দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঠিক এক মাস পর ১৬ সেপ্টেম্বর, বার্সেলোনা বোর্ড ব্যুরোফ্যাক্সের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই করেছে। এ ধরনের কর্মকান্ড কোচ ও বোর্ডের মধ্যকার চুক্তির বরখেলাপ বলে অভিযোগ করেন কিকে সেতিয়েন। তার দাবি গেলো জানুয়ারিতে তার সাথে ২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করে বার্সা। কিন্তু বার্সেলোনা বোর্ড তাকে সরিয়ে দিয়ে চুক্তি অনুযায়ী প্রাপ্য দেনা পাওনার বিষয়ে এতদিন নিরব ছিলো। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কিকে সেতিয়েন বার্সেলোনায় তার পুরো কোচিং স্টাফের পক্ষ থেকে টুইটারে একটি বিবৃতি প্রকাশ করেন। বরখাস্তের বিষয়টি তাকে অফিসিয়ালি জানায়নি বার্সা কর্তৃপক্ষ। তাই সব বিষয় বিবেচনা করে প্রয়োজনে আইনি লড়াইয়ে যাওয়ার কথা উল্লেখ করে সেতিয়েন জানান এ বছর বার্সায় এখনও অনেক নাটক বাকি আছে। এর আগে শিরোপাহীন মৌসুম আর চ্যাম্পিয়ন লিগে ব্যর্থতার দায়ে সেতিয়েনকে বরখাস্ত করে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেতিয়েনের সঙ্গে কাগজে কলমে বিষয়টি ফয়সালা না হলে, তার উত্তসুরি রোনাল্ড কোম্যানের নতুন মৌসুমে আনুষ্ঠানিক ভাবে বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করতে জটিলতার সৃষ্টি হবে। এদিকে, বার্সেলোনা সভাপতি বার্তেমেউয়ের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আর্থিকভাবে ক্ষতির অভিযোগ তুলেছেন সদস্যদের বিশাল একটা অংশ। আগামী ১০ থেকে ২০ দিনের মধ্যে অনাস্থা ভোটের দিন নির্ধারিত হতে পারে। দুই তৃতীয়াংশ ভোট বার্তেমেউয়ের বিরুদ্ধে পড়লেই পুরো বোর্ডসহ তাকে সরে দাঁড়াতে হবে।
×